শীর্ষ সংবাদ পাট চাষির স্বপ্ন এপ্রিল ১৬, ২০১৭ 321 Share on Facebook Tweet on Twitter নাহিদ বিন রফিক পলিথিনের বিদায় দেখে গাঁয়ের চাষি হাসে, স্বজাতিরে ডেকে বলে মন দিতে হয় চাষে। আবার হবে পাটের চাষ মাঠের পরে মাঠ, সোনার ফসল মাথায় নিয়ে গরম করো হাট। পাটের কদর বাড়ছে কেবল নতুন নতুন সাজে, ভিনদেশীদের মন গলাবে বাঙালিদের কাজে। সুখের খাতায় নাম লেখালে আমরা এবার পাশ চিন্তা ভুলে মিলেমিশে থাকবো বারোমাস।