পাট চাষির স্বপ্ন

316

নাহিদ বিন রফিক

পলিথিনের বিদায় দেখে
গাঁয়ের চাষি হাসে,
স্বজাতিরে ডেকে বলে
মন দিতে হয় চাষে।

আবার হবে পাটের চাষ
মাঠের পরে মাঠ,
সোনার ফসল মাথায় নিয়ে
গরম করো হাট।

পাটের কদর বাড়ছে কেবল
নতুন নতুন সাজে,
ভিনদেশীদের মন গলাবে
বাঙালিদের কাজে।

সুখের খাতায় নাম লেখালে
আমরা এবার পাশ
চিন্তা ভুলে মিলেমিশে
থাকবো বারোমাস।