বিভিন্ন কারণে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে। পানিতে দ্রবীভূত অক্সিজেন কমে যাওয়ার প্রধান কারণগুলো নিম্নরূপঃ
পানিতে বসবাসকারী জলজ জীবের শ্বাস-প্রশ্বাস;
পুকুরের তলায় বিদ্যমান জৈব পদার্থের পচন;
তলায় অবস্থিত গ্যাসের বুদবুদের সাথে বায়ুমন্ডলে অক্সিজেন চলে যাওয়া;
ক্ষতিকর ব্লুম সৃষ্টি;
মাটিতে লৌহের পরিমাণ বেশি থাকা;
পানিতে গাছের পাতা ও ডালপালা পড়া;
কাঁচা গোবর বেশি পরিমাণে ব্যবহার;
আকাশ মেঘাচ্ছন্ন থাকা;
পানি খুব ঘোলা হওয়া।
পানিতে অক্সিজেনের পরিমাণ সহনশীল মাত্রার নিচে নেমে গেলে নিম্নরূপ লক্ষণগুলো পরিলক্ষিত হয়ে থাকে –
মাছ পানির উপর ভেসে উঠে ও খাবি খায়;
মাছ পুকুর পাড়ের কাছে চলে আসে;
মাছ ও ক্লান্তিহীনভাবে পানিতে ঘোরাফেরা করতে থাকে।
অক্সিজেন ঘাটতি মোকাবেলার উপায়
পানির উপরিভাগে ঢেউ সৃষ্টি করে বা পানি আন্দোলিত করে ;
পাম্প দিয়ে নতুন পানি সরবরাহ করে।
সাঁতার কেটে বা বাঁশ পিটিয়ে বা হাত দিয়ে পানি ছিটিয়ে;
কেন সৌর অক্সিজেন মেকার ব্যবহার করবেন ?
স্থাপন করার পর সারা দিন চলবে আর কোন খরচ নাই।
খাবর, সার , চুন ও ঔষদ খরচ কমপক্ষে 40% কমবে
ব্যাটারী বিহীন স্বাধীন সৌর শক্তি কোন বিদ্যুত বিল দিতে হবে না বা ডিজেল মেশিন প্রয়োজন হবে না
বন্ধ ও চালু করার জন্য আলাদা লোকের দরকার হবে না।দিনের পর দিন চলবে সংক্রিয় ভাবে।
পরিবেশ বান্ধব সবুজ শক্তি যা অপনার মাছের খামারের পরিবেশ কে করবে স্বাস্থ্যসম্মত।
অক্সিজেন মেকার ব্যবহার অপেক্ষাকৃত কম পরিমাণ খাদ্যে অধিক পরিমাণ মাছ উৎপাদন হয়।
ফার্মসএন্ডফার্মার/৯ফেব্রু২০২০