যত দিন যাচ্ছে ততোই পানির স্তর নিচে নেমে যাচ্ছে। পানির অপর নাম জীবন। তাই পানির ব্যবহারে সচেতন হওয়ার পাশাপাশি পানির অপচয় রোধে সবাইকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, পানির যেন অপচয় না হয় সেদিকে সবাই নজর দিবেন।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার (ফেজ-১) এবং সাভার উপজেলার তেতুলঝরা-ভাকুর্তা এলাকায় ওয়েলফিল্ড নির্মাণ (১ম পর্ব) প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের একটা অভ্যাস আছে, কল ছেড়ে রেখেই আমরা হয়তো সব ধরনের কাজ শুরু করে দেই। কিন্তু সেটা না করে ঠিক যতটুকু পানি দরকার ততটুকু ব্যবহার করা।
এছাড়াও তিনি আরো বলেন, এক এক লিটার পানি শোধন করতে অনেক টাকা খরচ হয়, কাজেই সে বিষয়টা মাথায় রেখে পানি ব্যবহারে যত্নবান হবেন। এক্ষেত্রে যেটা হবে সেটা হলো পানি ব্যবহারে বিলটাও কম আসবে।
ঢাকা ওয়াসার নতুন এই দুটি পানি শোধনাগার প্ল্যান্ট নির্মানে ব্যয় হয় ৩ হাজার ৬৭০ কোটি টাকা। উদ্বোধনের ফলে দিনে আরও ৬০ কোটি লিটার বিশুদ্ধ যোগান পেল ঢাকাবাসী।এছাড়াও প্রধানমন্ত্রী ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের অধীন রূপগঞ্জের গন্ধর্বপুরে পানি শোধনাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ , স্থানীয় সরকার সচিব হেলাল উদ্দিন আহমেদ,দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু কাং-ইল এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।
ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ