পাবদা মাছ চাষে পুকুর প্রস্তুতিতে যা করতে হবে

523

পাবদা মাছ চাষে পুকুর প্রস্তুতিতে যা করতে হবে সেগুলো মৎস্য চাষিদের ভালোভাবে জেনে রাখা দরকার। আগের তুলনায় এখন আমাদের দেশে ব্যাপকহারে মাছ চাষ হচ্ছে। পুকুরে চাষ হওয়া মাছগুলোর মধ্যে পাবদা মাছ অন্যতম। আজকের এ লেখায় আমরা জানবো পাবদা মাছ চাষে পুকুর প্রস্তুতিতে যা করতে হবে সেই সম্পর্কে-

পাবদা মাছ চাষে পুকুর প্রস্তুতিতে যা করতে হবেঃ
১। প্রথমে পুকুরকে সেচের মাধ্যমে শুকিয়ে ফেলতে হবে।

২। পুকুরের পাড় বা কোন স্থানে ভাঙ্গা বা গর্ত থাকলে তা মেরামত করতে হবে।

৩। পুকুরের তলায় কাদা হওয়ার বেশি সম্ভাবনা থাকলে হালকা করে কিছু বালি ছিটিয়ে দেয়া যেতে পারে। এর ফলে পুকুরের তলায় গ্যাস হবে না, পানি পরিষ্কার এবং পরিবেশ ভাল থাকবে।

৪। পুকুর শুকানো সম্ভব না হলে প্রতি শতাংশে প্রতি ফুট গভীরতার জন্য ১৮-২৫ গ্রাম রোটেনন পাউডার দিয়ে সব ধরনের মাছ অপসারণ করা যায়।

৫। রোটেনন প্রয়োগের ২-৩ দিন পর শতাংশ প্রতি ১ কেজি হারে পাথুরে চুন প্রয়োগ করতে হবে। তবে চুন ছাড়াও জিওলাইট (প্রতি শতকে ১ কেজি) পুকুর প্রস্তুতির সময় প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়।

৬। উৎপাদনশীলতা বৃদ্ধি তথা প্রাকৃতিক খাদ্যে বৃদ্ধির জন্য সার প্রয়োগ করা হয়ে থাকে। পুকুর প্রস্তুতির শেষ ধাপে সার প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগের ৪-৫ দিন পর শতকে ৮০ গ্রাম ইউরিয়া এবং ৪০ গ্রাম টিএসপি সার প্রয়োগ করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/১৩মার্চ২০২১