পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশিয় উৎপাদিত নকল সিগারেট, জাল ও পুনঃব্যবহৃত নকল ব্যান্ডরোল জব্দ করা হয়েছে। আজ শনিবার ভোর সাড়ে ৫টায় পাবনার ঈশ্বরদী উপজেলার বড়ইচড়া তেঁতলতলা মোড়েরের ক্লাসিক টোব্যাকো লিমিটেড কারখানায় এই অভিযান পরিচালনা করে ইশ্বরদী পুলিশ।
পুলিশ জানিয়েছে, ক্লাসিক টোব্যাকো কারখানায় অভিযান চালিয়ে টপ লাইট, টপ ২০, লন্ডন, স্কয়ার গোল্ড, পার্লামেন্ট ব্র্যান্ডের ১১ লাখ শলাকা দেশিয় উৎপাদিত অবৈধ সিগারেট জব্দ করা হয়। এছাড়াও জাল ও পুনঃব্যবহৃত ২০ হাজার নকল ব্যান্ডরোল জব্দ করে পুলিশ। সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে সিগারেট উৎপাদন, জাল ও পুনঃব্যবহৃত নকল ব্যান্ডরোল ব্যবহারের অভিযোগে ক্লাসিক টোব্যাকো লিমিটেডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হুদা বলেন, ‘ক্লাসিক টোব্যাকোতে অভিযানের জন্য আমরা গিয়েছিলাম। কিন্তু ওসি স্যার না যাওয়ায় সেখানে আমারা অভিযান পরিচালনা করিনি। উনাদের লোক আসবে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তারপর আমরা অভিযান করব।’
খাত সংশ্লিষ্টরা বলছেন, সিগারেটসহ শতাধিক পণ্য ও সেবার ওপর গত ৯ জানুয়ারি থেকে শুল্ক ও কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইতোমধ্যেই নতুন মূল্যের ভিত্তিতে স্ট্যাম্প ও ব্যান্ড রোল ব্যবহারের নির্দেশনা জারি করেছে। সিগারেটের ওপর কর বাড়ায় দেশে উৎপাদিত অবৈধ সিগারেট ও রাজস্ব ফাঁকি দিয়ে দেশে প্রবেশ করা বিদেশি সিগারেট আমদানী গত কয়েকমাসে বেড়েছে।