পাবনায় অদ্ভুত প্রজাতির প্রাণীর সন্ধান

411

2017-09-25_4_16514
পাবনা: জেলায় বিরল এক প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করেছে এলাকাবাসী। প্রাণীটি অনেকটা বড় আকারের বিড়ালের মতো দেখতে।

জেলার ভাঙ্গুড়া পৌর এলাকার চৌবাড়িয়া সাহেবপাড়া মহল্লার একটি বাসা থেকে রোববার প্রাণীটি উদ্ধার করা হয়েছে।

চৌবাড়িয়া সাহেবপাড়া মহল্লার মো. ইসারত আলীর ছেলে মো. আব্দুল মালেক জানান, রোববার সকাল ৬টার দিকে তার দালান বাড়িতে একটি কবুতরের বাসায় এই বন্যপ্রাণীটিকে দেখা যায়। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রাণীটিকে উদ্ধার করা হয়।

পরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসকের কাছে প্রাণীটিকে হস্তান্তর করেন তিনি। প্রাণিসম্পদ কর্মকর্তারা প্রাণীটির নাম-পরিচয় বলতে পারেননি।

ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, বিরল প্রাণীটির চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে বন বিভাগকে জানানো হয়েছে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম