পাবনায় চাষি পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ বিষয়ক মাঠদিবস অনুষ্ঠিত

419
SAMSUNG CAMERA PICTURES

[su_slider source=”media: 4477,4478,4479,4480″ title=”no” pages=”no”] [/su_slider]

এ.টি.এম ফজলুল করিম, পাবনা প্রতিনিধি: উপজেলা কৃষি অফিসের আয়োজনে চাষি পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় এক মাঠ দিবস আজ (৪ মে) পাবনা সদরের শালাইপুর-জোড়া সাকো গ্রামের অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এক আলোচনার সভায় পাবনাস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক কৃষিবিদ বিভূতি ভূষণ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মতিয়ার রহমান। মাঠদিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ জাহিদ হোসেন, উপজেলার পরিসংখ্যান অফিসার মো. মাহবুবুর রহমন, গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোতাহার হোসেন মুতাই এবং বাংলাদেশ কৃষক লীগ পাবনা জেলা শাখার সভাপতি মো. সহিদুর রহমান সহিদ।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.আব্দুল লতিফ। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পরিচালক বলেন, বর্তমানে কৃষি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য রচিত হয়েছে। সরকারের সুপরিকল্পিত পরিকল্পনা, সময়োচিত পদক্ষেপ, যথাসময়ে কৃষকদের প্রণোদনা সহায়তা এবং কৃষিক্ষেত্রে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের উন্নয়নের পথ সুগম করা হয়েছে। প্রদর্শনী কৃষকদের মধ্যে বীজ সংরক্ষণের জন্য বস্তা এবং পলিব্যাগ বিতরণকালে তিনি কৃষকদেরকে আধুনিক কৌশল প্রয়োগের মাধ্যমে অধিক উৎপাদনের আহবান জানান। সভাপতির বক্তব্যে পাবনার উপপরিচালক বলেন, কৃষকের অক্লান্ত পরিশ্রম এবং কৃষি বিভাগের প্রযুক্তি বিস্তারের কৌশলের ফলে কৃষি এখন শিল্পে পরিণত হয়েছে। তিনি সঠিক নিয়ম মেনে সঠিক সময়ে সঠিক জাতের আবাদ করে কৃষকের ভাগ্য পরিবর্তনের আহবান জানান। সংশ্লিষ্ট ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা এমদাদ হোসেন এবং প্রদর্শনী প্লটের চাষি মো. নজরুল ইসলাম অন্যদের মধ্যে বক্তব্য রাখেন। এর আগে অতিথিবৃন্দ কৃষি বিভাগের দেয় প্রদর্শনী প্লটের শস্য কর্তন করেন এবং চাষিদের মাঝে বীজ সংরক্ষণের বস্তাসহ পলিব্যাগ বিতরণ করেন।