পাবনা সদরে সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট প্রকল্প’র মাঠদিবস অনুষ্ঠিত

346

[su_slider source=”media: 3382,3383″ title=”no” pages=”no”]

এটিএম ফজলুল করিম, পাবনা প্রতিনিধি: কৃষি গবেষণা কেন্দ্র’র সরেজমিন গবেষণা বিভাগ আয়োজিত সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট প্রকল্প’র এক মাঠদিবস গত ০৮ মার্চ পাবনা সদরের হিজলিয়া গ্রামে অনুষ্ঠিত হয়। প্রকল্পের তত্ত্বাবধায়ক ড. মো. রবিউল আলমের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি গবেষণা কেন্দ্র’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জাহেরুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মনিরুজ্জামান এবং কৃষি তথ্য সার্ভিস’র কর্মকর্তা এ.টি.এম. ফজলুল করিম। মাঠদিবসে ফার্ম কম্পোনেন্ট বিষয়সমূহ যেমন: ফসল উৎপাদন বৃদ্ধি, গবাদি পশু-পাখি, মৎস্য ও কৃষি সম্পদের উন্নয়নসহ সকল ক্ষেত্রে কৃষক পর্যায়ে পুষ্টির উৎপাদনশীলতা, সম্পদ ব্যবস্থাপনা উন্নয়নের সুযোগ তৈরি এবং খামারসম্পদের সুষ্ঠু সমন্বিত ব্যবহারের মাধ্যমে কৃষকের আর্থ সামাজিক অবস্থার উন্নতি, খাদ্য নিরাপত্তা, জীবনমান ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এসবের ওপর বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে সদর উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মোর্শেদুজ্জামান, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান, খামার কম্পোনেন্ট প্রকল্পের গম উৎপাদনকারী চাষি মোস্তফা আলী, রিয়াজুল ইসলাম ,কিষাণী মিসেস আলাউদ্দিন অন্যদের মধ্যে বক্তব্য রাখেন। এর আগে অতিথিরা কৃষকদের নিয়ে খামার কম্পোনেন্ট প্রকল্প’র আওতাধীন গম ও শাকসবজির ক্ষেত, সেইসাথে কৃষকের সংরক্ষিত গোবর ও কম্পোস্ট সারের হিপ পরিদর্শন করেন। অনুষ্ঠানে শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।