বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের একটি কোরাল মাছ। মঙ্গলবার (১৩ জুন) সকাল ৮টার দিকে তালতলী মাছ বাজারে আড়ৎদার মনির হাওলাদার সাড়ে ১৬ হাজার টাকায় মাছটি জেলে হাশেম মোল্লার থেকে ক্রয় করে।
এরপর তখনই বিশাল আকৃতির এই কোরালটি বশির মৃধা নামে একজন পাইকারি বিক্রেতা ১৮ হাজার টাকায় আড়ৎদার থেকে কিনে নেন। এর আগে ভোররাতে পায়রা নদীতে স্থানীয় জেলে হাসেম মোল্লার ইলিশ জালে ওই কোরাল মাছটি ধরা পড়ে ।
জেলে হাশেম মোল্লা বলেন, বিষখালী নদীতে সোমবার রাত ৮টার দিকে জোয়ার শুরু হলে ইলিশ জাল পাতেন তিনি। এরপর ভোর রাত ৪টার দিকে জাল তুলে এই কোরাল মাছটি পান। পরে তালতলী বাজারে মাছটি বিক্রি করে দেন।
পাইকারি বিক্রেতা বশির মৃধা বলেন, আড়ৎদারের কাছ থেকে ১৮ হাজার টাকায় মাছটি কিনে আমি মাছটি পটুয়াখালী পাঠিয়েছি। ওখানে ২২ হাজার টাকায় বিক্রি করবো।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, সাগরে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় কিছু কিছু কর্মহীন জেলেরা ছোট নৌকা নিয়ে নদীতে মাছ শিকার করছে। আর তাদের জালেই এই বিশাল মাছটি ধরা পড়েছে। জেলেরা নিষেধাজ্ঞা মানলে দেশের মানুষ অনেক কম দামে বড় মাছ খেতে পারবে।