পার্বতীপুরে আগাম আমন ধান কাটার উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

308

500000
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) থেকে: দিনাজপুরের পার্বতীপুরে আমন ধান কেটে উদ্বোধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১২টায় উপজেলার ৩ নম্বর রামপুর ইউনিয়নের জমির হাট পাইপ পাড়া গ্রামের আসাদুজ্জামানের প্রায় ১ হেক্টর জমির এসিআই হাইব্রিড (মণ্ডল) আমন ধান কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলহাজ আবু ফাত্তাহ মো. রওশান কবির, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহানারা বেগম ও বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোক্তারুল আলম প্রমুখ।

এ বছর পার্বতীপুর উপজেলায় হাইব্রিড আমন ধান ৮শ ২০ এবং বিনা-৭সহ অন্যান্য ৬শ ২০ হেক্টর জমিতে আগাম আবাদ হয়েছে। এসব আগাম আমন ধান কেটে কৃষক ও কৃষাণীরা রবিশস্য ও শাক সবজি আবাদ করবেন বলে জানান কৃষকেরা।

কৃষকরা এসব শাক-সবজি উপজেলার চাহিদা মিটাতে পারবে বলে বলে আশা করা হচ্ছে। আগাম আমন ধান ভালো ফলার কারণে কৃষকের মুখে হাসি ফুটেছে।

ইয়ন গ্রুপের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম