পাহাড়ে সাথী ফসল উৎপাদনে উদ্যোগ নিয়েছে সরকার : পার্বত্য প্রতিমন্ত্রী

295

বীর-বাহাদুর

বান্দরবান সংবাদদাতা : পাহাড়ে সম্ভাবনাময় কৃষিপণ্যের সাথী ফসল উৎপাদনের গতি বাড়াতে সরকার নানামুখি পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি।

তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সর্বত্রই কৃষি সম্প্রসারণ বিভাগ এবং ইক্ষু গবেষণা কেন্দ্রসহ সুগারক্রপ ইনষ্টিটিউটের মাধ্যমে কৃষিজ এবং মিশ্রিত ফসল উৎপাদনের ক্রমবিকাশ ঘটানো হচ্ছে।’

প্রতিমন্ত্রী শনিবার জেলা শহরের অদূরে লেমুঝিরি আগাপাড়া এলাকায় সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিউট বান্দরবান উপকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ওয়ায়েস কবীর, কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক প্রণব ভট্টাচার্য্য, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, ভারপ্রাপ্ত পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যসাপ্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. আলতাফ হোসেন এবং জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস বিশেষ অতিথি ছিলেন। বাসস

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন