পায়রায় ধরা পড়ল আড়াই কেজির ইলিশ, দাম অবিশ্বাস্য!

355

বরগুনার তালতলীতে পায়রায় ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি ইলিশ। মাছটি বাজারে ডাকের মাধ্যমে তিন হাজার ২০০ টাকায় ক্রয় করেছেন মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন।

পায়রা নদীতে শনিবার (১৮ নভেম্বর) সকালে ছোটবগী গ্রামের জেলে আকব্বর মাঝির জালে ধরা পড়ে মাছটি। স্থানীয় বাজারে ইলিশটি বিক্রির জন্য তোলা হলে একনজর দেখার জন্য লোকজন ভিড় করে।

এদিকে, মাছটি বিক্রির জন্য ব্যবসায়ী আনোয়ার দাম হাঁকিয়েছেন চার হাজার টাকা। ৩৬০০ টাকা পর্যন্ত দাম উঠলেও মাছটি বিক্রি করেননি তিনি। আনোয়ার বলেন, ‘আমার জানামতে, এর আগে এ মৌসুমে সর্বোচ্চ এক কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশ ধরা পড়েছিল। এত বড় মাছ গত দু-তিন বছরে চোখে পড়েনি।’

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুবুল আলম বলেন, এ মৌসুমে কয়েকটি বড় ইলিশ ধরা পড়েছে। তবে আড়াই কেজি ওজনের আড়াই কেজি ওজনের ইলিশ পাওয়া যায়নি। আজই প্রথম জানতে পারলাম পায়রা নদীতে আড়াই কেজি ওজনের ইলিশ ধরা পড়েছে। ৬৫ দিনের নিষেধাজ্ঞার সুফল হলো এই বড় ইলিশ।

ফার্মসএন্ডফার্মার/ ১৯সেপ্টেম্বর ২০২১