পিপিআর ভ্যাকসিন

755

পিপিআর ছাগল ও ভেড়ার একটি মারাত্বক রোগ। এ রোগে মৃত্যুর হার শতকরা ৫০ থেকে ৯০ ভাগ। রোগটি সফলভাবে দমন করার জন্য বাংলাদেশ প্রাণী সম্পাদ গবেষণা ইনস্টিটিউট একটি কার্যকর ভ্যাকসিন উদ্ভাবন করেছে, যা মাঠ পর্যায়ে ব্যপকভাবে ব্যবহৃত হচ্ছে।

বৈশিষ্ট্য:

  • টিকা দেওয়ার অল্প সমায়ের মধ্যেই পশুর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরী করে।
  • এ টিকার কোন পার্শ¦ প্রতিক্রিয়া নেই।

ব্যবহার নির্দেশিকা:

  • প্রতিটি পশুকে ১ মিলি পরিমাণ টিকা দিতে হবে।
  • আক্রান্ত হওয়ার আগেই পশুকে এ টিকা দিতে হবে।
  • একই পালে সকল পশুকে এক সাথে টিকা দিতে হবে।
  • অসুস্থ ছাগল বা ভেড়াকে এ টিকা দেওয়া চলবে না।

উপকারীতা:
এই টিকা দিলে বাংলাদেশের ছাগলের সবচেয়ে ক্ষতিকর এ রোগটি হতে সহজেই ছাগলকে বাঁচান যাবে।

সতর্কতা:

  • টিকা গোলানোর ২ ঘন্টার মধ্যেই প্রদান করতে হবে।
  • টিকাটি -২০ সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে।