পিরোজপুরে ৪২ হাজার চারা রোপণের কাজ শুরু হয়েছে

438

tree

পিরোজপুর: জেলায় সামাজিক বন বিভাগ চলতি অর্থ বছরে ৪২ হাজার বিভিন্ন জাতের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ণ শুরু করেছে।

মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে সারাদেশে একযোগে ৩০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ জেলায় এ চারা রোপণের প্রস্তুতি নেয়া হচ্ছে।

জেলার ৭ উপজেলার প্রতিটির জন্য ৬ হাজার চারা বরাদ্দ করেছে পিরোজপুরের সামাজিক বনবিভাগের বন সংরক্ষকের কার্যালয়। সহকারী বন সংরক্ষক মো. মামুন সরদার জানান, পরিবেশ ও বনমন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আসন্ন বর্ষা মৌসুমে এ চারা রোপণ করা হবে।

এদিকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল ইসলাম মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে সারাদেশ একযোগে ৩০ লাখ বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ণ সংক্রান্ত গৃহীত সিদ্ধান্তে বলা হয় যে, এ বৃক্ষ রোপণ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে মহান স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে জ্ঞান অর্জনসহ মুক্তিযুদ্ধের চেতনা বৃদ্ধি করবে।

এছাড়া বাংলাদেশ বৃক্ষ আচ্ছাদ্বনের পরিমাণও বৃদ্ধি পাবে। যা জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখবে।

এদিকে পিরোজপুরে বিভিন্ন উপজেলার পরিবেশ ও বন উন্নয়ণ কমিটি আগামী ১৩ মে থেকে সভা করে শিক্ষা প্রতিষ্ঠান এর তালিকা চূড়ান্ত করবে বলে জানা গেছে।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম