পিয়ারটপ লিমিটেড’র দিনাজপুর জেলায় খামারি সম্মেলন

305

[su_slider source=”media: 4235,4236,4237,4238″ title=”no” pages=”no”] [/su_slider]

ফার্মস এ্যান্ড ফার্মার ২৪.কম ডেস্ক: ‘খামারি প্রাণিসম্পদ সেক্টরের প্রাণ’ সে সূত্র ধরে পিয়ারটপ লি. সর্বদা খামারিদের কল্যাণে কাজ করে যাচ্ছে। পিয়ারটপ লিমিটেড সারাবছর ধরে খামার ব্যবস্থাপনা এবং রোগ প্রতিরোধ পরিকল্পনা বিষয়ক কর্মশালা করে আসছে , এতে প্রান্তিক খামারিরা উপকৃত হচ্ছে। গত ১৪ জানুয়ারি দিনাজপুর জেলার বিরল উপজেলার কাজী পাড়ায় এবং ২৫ ফেব্রুয়ারি একই জেলার কাহারোল উপজেলার তরলা বাজার এ দু’টি খামারী কর্মশালার আয়োজন করা হয়। বিরল উপজেলায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিরল উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. অমল কুমরা রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন জনাব ডা. আব্দুস সালাম। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন কাজী পাড়া পোল্ট্রি খামারি এসোসিয়েশন। খামারিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. হারুন, মো. বাদল, শ্রী দিপু, শ্রী প্রবদে, শ্রী নিকিল, মো. হারুন, মো. মাসুদ, মো. খলিল, মো. মিঠু, মো. আজমত। কাহারোল উপজেলায় আয়োজিত কর্মশালাটির সার্বিক সহযোগিতায় ছিলেন মেসার্স নিরব পোল্ট্রি কমপ্লেক্স’র স্বত্বাধিকারী মো. মাসুদুর রহমান এবং মেসার্স বিনয় পোল্ট্রি কমপ্লেক্স’র স্বত্বাধিকারী বাবু বিনয় কুমার। কর্মশালাটি তরলা বাজার প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

কর্মশালা দুটি মাল্টি মিডিয়া প্রজেক্টর’র মাধ্যমে পোল্ট্রির রোগ প্রতিরোধ পরিকল্পনা এবং খামার ব্যবস্থাপনার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। প্রধান আলোচক পিয়ারটপ লিমিটেডে’র ব্যবস্থাপনা পরিচালক ডা. সৈয়দ মোস্তফা আলী (শামীম) তাঁর আলোচনায় পোল্ট্রি ফার্মের ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ পরিকল্পনা এবং চিকিৎসা বিষয়ক ধাণনা প্রদান করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ডা. মোস্তফা তাঁর আলোচনার মধ্যে পিয়ারটপ লিমিটেডের যে সকল পোডাক্ট বাজারজাত করা হয় সেগুলোর বিশেষত্ব কার্যকারিতা এবং উপকারিতা সহজবোধ্যভাবে তুলে ধরেন এর মধ্যে উল্লেখযোগ্য ছিল Peerflox, Peercox, Revolution, Flu-Flox, Bromazone, Super-Formula, Germy 200x, Moxitin plus, Doxin, Heat Breaker and LK-Fresh etc. কর্মশালা দু’টি পিয়ারটপ লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার মধ্যে উপস্থিত ছিলেন অডিট ম্যানেজার মো. রবিউল আলম, এরিয়া ম্যানেজার মো. রুবেল হোসেন এবং এক্সিকিউটিভ মো. আসলাম খান। এরপর খামারিদের এবং চিকিৎসকদের আলাপ, আলোচনা, প্রশ্ন-উত্তর, মতবিনিময় এবং আড্ডায় কর্মশালা দু’টি বিনোদনময় হয়ে উঠে এবং আপ্যায়নের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়। ‘প্রেসবিজ্ঞপ্তি’