পিয়ারটপ লিমিটেডের নাটোর জেলায় খামারী সম্মেলন

360

IMG20170708102001

‘খামারী প্রাণিসম্পদ সেক্টরের প্রাণ’ সেই সূত্র ধরে পিয়ারটপ লিমিটেড সর্বদা খামারীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। পিয়ারটপ লিমিটেড সারা বছর ধরে খামার ব্যবস্থাপনা এবং রোগ-প্রতিরোধ পরিকল্পনা বিষয়ক কর্মশালা করে আসছে যাতে-প্রান্তিক খামারীরা উপকৃত হয়।

সেই সূত্রে গত ৮ জুলাই রোজ শনিবার নাটোর জেলার সদর উপজেলার ছাতনী বাজার এ একটি বড় ধরনের খামারী কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালাটি সুষ্ঠু এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয় যাদের সহায়তায় তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মো. সাইফুল ইসলাম, সত্ত্বাধিকারী; মেসার্স ইসলাম ট্রেডার্স, মো. রেজাউল করিম ও মো. হেদায়েত আলী; সত্ত্বাধিকারী মেসার্স দুই ভাই পোল্ট্রি ফিড্স এ্যান্ড চিকস; মো. আবুল হোসেন, সত্ত্বাধিকারী, মেসার্স তিন ভাই পোল্ট্রি ফিড্স; মো. জয়নাল হোসেন ও মো. তছলিম আহমেদ; সত্ত্বাধিকারী, মেসার্স সাজ্জাদ পোল্ট্রি; মো. জাহিদুল ইসলাম, সত্ত্বাধিকারী, মেসার্স রিফাত জাহান পোল্ট্রি; মো. শাহানুর রহমান, সত্ত্বাধিকার মেসার্স শাহানুর পোল্ট্রি ফিড্স এ্যান্ড চিকস এবং মো. শাহিন আলম, সত্ত্বাধিকারী, মেসার্স শেখ পোল্ট্রি ফিড্স।

কর্মশালায় খামারীদের খামার ব্যবস্থাপনা এবং রোগ সমূহের লক্ষণ এবং পূর্বাভাস সম্পর্কে বিস্তারিত ধারনা প্রদান করা হয়। যার মাধ্যমে প্রায় শতাধিক খামারি উপকৃত হন যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- মো. জাহিদুল ইসলাম, সেলিম রেজা, জাহাঙ্গির আলম, ময়েজ উদ্দিন, শাহানুর ইসলাম, ওয়াদুদ, শামীম হোসেন, আ. খালেক, মাহবুব আলম, আবুল হোসেন, আনোয়ার হোসেন, সবুজ আলী, কাওসার হোসেন, জেহের আলী, মো. তসলিম, আরশদ আলম, শহিদ, জয়নাল, বাবুল, রাশেদুল, আলমগীর, খোরশেদ, আ. রব, সোহেল রানা, রহিম, জহুরুল, অন্তর, জিয়াউর, সাইফুল ইসলাম, মানিক শেখ, রনি ইসলাম, আসাদুল, নজরুল ইসলাম, চাঁনমিয়া, জাহিদ, রাজ্জাকসহ আরো অনেকে।

মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পোল্টির রোগ প্রতিরোধ পরিকল্পনা এবং খামার ব্যাবস্থাপনার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। প্রধান আলোচক ডা. সৈয়দ মোস্তফা আলী (শামীম), ব্যবস্থাপনা পরিচালক, পিয়ারটপ লিমিটেড, তার আলোচনায় পোল্ট্রি ফার্মের ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ পরিকল্পনা এবং চিকিৎসা বিষয়ক ধারণা প্রদান করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

6000104441

ডা. মোস্তফার আলোচনার মধ্যে পিয়াটপ লিমিটেডের যে সকল প্রোডাক্ট বাজারজাত করা হয় সেগুলির বিশেষত্ব কার্যকারিতা এবং উপকারিতা সহজবোধ্যভাবে তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল Peerflox, Peercox, Revolution, Flu-Flox, Bromazone, Super-Formula, Germy 200x, Moxitin Plus, Doxin, Heat Breaker, Hexilosin-D etc.

কর্মশালায় পিয়ারটপ লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার মধ্যে উপস্থিত ছিলেন অডিট ম্যানেজার মো. রবিউল আলম, এরিয়া ম্যানেজার কামরুল ইসলাম, মার্কেটিং অফিসার মো. মামুনুর রশিদ ও মো. আনোয়ার হোসেন এবং এক্সিকিউটিভ মো. আসলাম খান।

কর্মশালা শেষ করে নাটোর কর্মরত বিভিন্ন পর্যায়ের ডাক্তারদের সাথে একটি মত বিনিময় সভা আয়োজন করা হয়।
শেষান্তে খামারীদের এবং চিকিৎসকদের আলাপ, আলোচনা, প্রশ্ন উত্তর, মত বিনিময় এবং আড্ডায় কর্মশালা দুটি বিনোদনময় হয়ে উঠে এবং আপ্যায়নের মাধ্যমে যার ইতি টানা হয়।

পাহাড়ি ঢলে কুমিল্লায় হাজার একর বোরো আমনের জমি প্লাবিত

মাওয়া ঘাটে ৩৫ হাজার টাকায় বিক্রি হলো বিরল প্রজাতির বাঘাইর

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম