পীরগঞ্জে (রংপুর) রাজস্ব খাতের ভুট্টা ফসলের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত

324

[su_slider source=”media: 4485,4486,4487,4488″ title=”no” pages=”no”] [/su_slider]

সেখ জিয়উর রহমান, রংপুর প্রতিনিধি: উপজেলা কৃষি অফিসের আয়োজনে রবি ২০১৬-২০১৭ মৌসুমে রাজস্ব খাতের ভুট্টা ফসলের ওপর মাঠদিবস গত ৩০ এপ্রিল রংপুরের পীরগঞ্জের রায়পুরে অনুষ্ঠিত হয়। স্থানীয় ওয়ার্ড কমিশনার (মহিলা) সালমা খাতুনের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সমীর চন্দ্র ঘোষ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মিঠু চন্দ্র অধিকারী ও সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার মো. রফিকুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, অন্যান্য ফসলের চেয়ে ভুট্টা উৎপাদনে খরচ অনেক কম। পাশাপাশি এর বাজার মূল্যও বেশি। ভূট্টা চাষাবাদ থেকে শুরু করে ফলন ঘরে তোলা পর্যন্ত এক বিঘা জমিতে খরচ হয় ৫ হাজার টাকার মতো। এক বিঘা জমির ভুট্টা বিক্রি করে আয় হবে ১৫ থেকে ২০ হাজার টাকা। কিন্তু অন্য যে কোনো দানা ফসল আবাদ করে এ পরিমাণ টাকা আয় করা সম্ভব নয়। আমাদের অনেক কৃষক আছেন, যারা সারা বছর শুধু ধান চাষ করে থাকেন। এর ফলে জমিতে বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রপ হয়। কিন্তু জমিতে যদি শস্য পর্যায় অবলম্বন করা যায় তাহলে পোকা মাকড়ের আক্রমণ কম হয়। সভাপতি বলেন, উৎপাদন খরচ কম; তবে ফলন বেশি হয় এমন ফসল আমাদের আবাদ করতে হবে।