পুঁই শাকের মেঁচড়ি আবাদে স্বাবলম্বী কৃষক আমির

639

পুই-মাচরি

মো. জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকে: ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুর গ্রামের কৃষক আমির হোসেন পুঁই শাকের মেঁচড়ি আবাদ করে স্বাবলম্বী হয়েছে। তার এ চাষ এলাকার কৃষক ও কৃষি বিভাগের কাছে ব্যাপক সাড়া জাগিয়েছে।

আমির হোসেন বলেন, পুঁই শাকের মেঁচড়ি চাষের জন্য শ্বশুরের কাছ থেকে ১০ শতক জমির বীজ এনেছিলাম ২০১৫ সালে। ১০ শতক জমি আবাদ করে বেশ লাভবান হয়েছিলাম। পরে ২০১৬ সালে ৪০ শতক ও ২০১৭ সালে ৯০ শতক জমিতে আবাদ করি সে বছরও বেশ লাভবান হই, যা ধান চাষের তুলনাই তিনগুণ বেশি, যার কারণে এ বছর ১২০ শতক জমিতে এই আবাদ করেছি।

তিনি আরো জানান, ১২০ শতক জমিতে খরচ হয়েছে ১ লাখ ১০ লা টাকা। যেমন সার, কীটনাষক, লেবার, বাঁশ-খুটি ইত্যাদি। ইতোমধ্যে তিনি প্রায় ২ লাখ টাকার পুঁইশাকের মেঁচড়ি বিক্রয় করেছেন।

তিনি জানান, একই জায়গায় ১২০ শতক জমিতে মেঁচড়ি আবাদ করা কৃষক খুব কমই পাওয়া যায়। পুঁই শাকের মেঁচড়ি আবাদ করে কৃষক আমির হোসেন আজ নিজের পায়ে দাঁড়িয়েছেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন