পুকুরে অস্বাভাবিক মাছ ভাসার কারণ ও করণীয়

880

maxresdefault
পুকুরে অস্বাভাবিক মাছ ভাসার কারণ ও করণীয় সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই। মাছ চাষের পুকুরে অনেক সময় কোন প্রকার কারণ ছাড়াই মাছ ভাসতে দেখা যায়। পুকুরে মাছ চাষের সমস্যাগুলোর মধ্যে অন্যতম হল পুকুরে মাছ ভেসে থাকা। অনেক সময় সঠিক কারণ না জানার কি করতে হবে তা আমরা বুঝতে পারি না। আসুন জেনে নেওয়া যাক পুকুরে অস্বাভাবিক মাছ ভাসার কারণ ও করণীয় সম্পর্কে-

পুকুরে অস্বাভাবিক মাছ ভাসার কারণ ও করণীয়ঃ
বিভিন্ন কারণে পুকুরের মাছ ভেসে থাকতে পারে। স্বাভাবিকভাবে মাছ পুকুরে অনেক সময় খাদ্য খেয়ে থাকে। খাবার খাওয়া ছাড়াও অনেক সময় মাছ পুকুরে ভেসে থাকতে পারে।

অনেকেই মনে করি মাছ রোগে আক্রান্ত হলে পুকুরে ভেসে ওঠে। কিন্তু এই ধারণা অনেকাংশে ঠিক না। মাছের রোগ ছাড়াও পুকুরে পানির বিভিন্ন সমস্যায় মাছ ভেসে উঠতে পারে। যেসব কারণে পুকুরে অস্বাভাবিকভাবে মাছ ভেসে উঠতে পারে তা নিচে দেওয়া হল-

পুকুরে মাছ অস্বাভাবিকভাবে ভাসার কারণঃ

১। মাছ চাষের পুকুরে পানিতে যদি কোন কারণে পচা আবর্জনা ও জৈব উপাদান মিশে যায় তাহলে পুকুরের পানিতে এসিডের সৃষ্টি হতে পারে। আর সৃষ্টি হওয়া এই এসিডের কারণে অক্সিজেন কমে গেলে পুকুরে মাছ ভেসে উঠতে পারে।

২। পুকুরের পানিতে কোন কারণে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলে মাছ উপরে ভেসে উঠতে পারে।

৩। এছাড়াও বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার কারণে অক্সিজেন ও নাইট্রোজেন মিশে গিয়ে মৃদু নাইট্রিক এসিডের সৃষ্টি হতে পারে। আর এই পানি পুকুরে এসে পড়লে পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে। এর ফলে মাছ পুকুরে ভেসে উঠতে পারে।

৪। ভারী বৃষ্টিপাতের কারণে পুকুরের তলদেশে চাপের সৃষ্টি হতে পারে। এর ফলে পুকুরের তলদেশের গ্যাস বের হয়ে যেতে পারে ও পুকুরের পানিতে অক্সিজেনের সংকট দেখা দিতে পারে। এই সমস্যা তৈরি হলে পুকুরের মাছ ভেসে উঠতে পারে।

পুকুরে মাছ ভেসে উঠলে করণীয়ঃ

১। কোন কারণে পুকুরে মাছ ভেসে উঠলে শুরুতেই শতক প্রতি ২০০ গ্রাম চুন পুকুরের যেসব জায়গা থেকে ধুয়ে পড়তে পারে সেই সকল জায়গায় প্রয়োগ করতে হবে।

২। পুকুরে চুন দিলে পানিতে থাকা এসিডগুলোর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। এর ফলে পুকুরের পানিতে বিদ্যমান এসিড মাছের স্বাভাবিক চলাফেরায় বিঘ্ন ঘটাতে পারবে না। আর এর ফলে সৃষ্ট সমস্যা দূর হলে মাছ সহজে আর ভেসে উঠবে না।

৩। পুকুরে মাছের ভেসে ওঠার সমস্যা দেখা দিলে নিয়মিত পুকুরে হররা টেনে দিতে হবে। আর এই হররা টেনে দিলে পুকুরের অভ্যন্তরে থাকা গ্যাস বের হয়ে যাবে। এর ফলে পুকুরে অক্সিজেনের সংকট দেখা দিবে না আর মাছও ভেসে উঠবে না।

৪। পুকুরের তলদেশে জমা হওয়া অপ্রয়োজনীয় কাঁদা মাটি তুলে ফেলতে হবে। এর ফলে পুকুরের ক্ষতিকারক উপাদান ও গ্যাসগুলি বের হয়ে যাবে।

৫। প্রয়োজন হলে পুকুরের পানি একটি নির্দিষ্ট মাত্রায় পরিবর্তন করতে হবে।

উপরোক্ত নিয়মগুলো অনুসরণ করলে আশা করা যায় মাছ পুকুরে ভেসে ওঠার সমস্যা অনেকখানি দূর হয়ে যাবে। আর তা না হলে জ্ঞানী কোন ব্যক্তির পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/০৫মার্চ২০