পুকুরে চুন প্রয়োগে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

1030

পুকুরে চুন প্রয়োগে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে সে বিষয়ে আমাদের দেশের বেশিরভাগ মাছ চাষিদেরই তেমন কোন ধারণা নেই। বর্তমান সময়ে পুকুরে মাছের চাষ একটি লাভজনক পেশা হিসেবে পরিচিতি লাভ করেছে। মাছ চাষের সময় পুকুরের বিভিন্ন সমস্যায় চুন প্রয়োগ করতে হয়। তবে চুন প্রয়োগের সময় বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে হয়। আজকে আমরা জানবো পুকুরে চুন প্রয়োগে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে সেই সম্পর্কে-

পুকুরে চুন প্রয়োগে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবেঃ

মাছ চাষের পুকুরে চুন প্রয়োগ করার সময়ে বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে হয়। এ বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল-

১। পুকুরে চুন প্রয়োগ করতে হলে চুন গুলানো বা ছিটানোর সময়ে নাক ও মুখ ভালোভাবে গামছা দিয়ে বেঁধে রাখতে হবে।

২। পুকুরে প্রয়োগের জন্য চুনের পাত্রে পানি ঢালার আগে পাত্রের মুখে অবশ্যই চট বা বস্তা দিয়ে ঢেকে দিতে হবে। তা না হলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

৩। মাছ চাষের পুকুরের জন্য কোনভাবেই চুন প্লাস্টিকের পাত্রে গুলানো যাবে না।

৪। পাত্রে চুন রেখে তারপর পানি ঢালতে হবে। চুন ব্যবহারের পূর্বের দিন সন্ধ্যায় চুনে পানি দিয়ে রাখতে হবে এবং পরদিন সকালে রৌদ্রোজ্জল সময়ে ব্যবহার করতে হবে।

৫। পুকুরে মাছ থাকা অবস্থায় চুন গুলানোর ২দিন পর পুকুরে চুন প্রয়োগ করতে হবে।

৬। বাতাসের অনুকূলে চুন ছিটাতে হবে এবং রৌদ্রোজ্জল দিনে পুকুরে চুন প্রয়োগ করতে হবে।

৭। পুকুরে চুন প্রয়োগ করার সময় চোখে চুন লাগলে সাথে সাথে তা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

৮। কোনভাবেই মেঘলা ও বৃষ্টির দিনে চুন ব্যবহার করা যাবে না। এতে নানা সমস্যার সৃষ্টি হতে পারে।

ফার্মসএন্ডফার্মার/৩০সেপ্টেম্বর২০