পুকুরে জাল টানার সময় যেসব বিষয় লক্ষ্য রাখতে হবে

1821


পুকুরে জাল টানার সময় যেসব বিষয় লক্ষ্য রাখতে হবে সে সম্পর্কে আমাদের অনেকেরই কোন ধারণা নেই। মাছ চাষের পুকুরে জাল টানা একটি স্বাভাবিক ব্যাপার। আমাদের দেশে প্রাকৃতিক উৎসগুলোতে আগের দিনের মতো আর মাছ পাওয়া যায় না। তাই মাছ চাষিরা বাড়ির আশেপাশে ছোট জলাশয় কিংবা পুকুরে মাছ করে থাকেন। পুকুরের মাছগুলোকে বাজারে বিক্রি করার জন্য কিংবা মাছের স্বাস্থ্য পরিক্ষা করার জন্য পুকুরে জাল টানার প্রয়োজন হয়। আসুন আজকে জেনে নিব পুকুরে জাল টানার সময় যেসব বিষয় লক্ষ্য রাখতে হবে-

পুকুরে জাল টানার সময় যেসব বিষয় লক্ষ্য রাখতে হবেঃ
মাছ চাষের পুকুরের অনেক সময় জাল টানার প্রয়োজন হয়। তবে পুকুরে জাল টানার সময় যেসব বিষয়ে লক্ষ্য রাখতে হয় তা নিচে দেওয়া হল-

১। মাছ চাষের পুকুরে জাল টানার সময় খেয়াল রাখতে হবে যাতে পুকুরের মাছ কোনভাবেই আঘাত না পায়। পুকুরে জাল টানার সময় মাছ আঘাত পেলে সেখান থেকে ক্ষতের সৃষ্টি হয়ে মাছের রোগ দেখা দিতে পারে এমনকি মাছ মারা পর্যন্ত যেতে পারে। তাই পুকুরে জাল টানার সময় সাবধানে জাল টানতে হবে।

২। পুকুরে জাল টানার সময় মাছের পুকুরের পানি যাতে বেশি পরিমাণ ঘোলা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পুকুরের পানি বেশি পরিমাণ ঘোলা হলে মাছ চাষে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে। তাই জাল টানার সময় পুকুরের পানি যতটা কম ঘোলা করা যায় ততটাই ভালো।

৩। পুকুরের জাল টানার সময় জালে যদি কোন ছোট মাছ কিংবা মাছের পোনা আটকা পড়ে তাহলে খুব দ্রুত সেই মাছের পোনাকে জাল থেকে ছাড়িয়ে নিয়ে পুকুরে ছেড়ে দিতে হবে। জালে মাছের পোনা আটকা পড়লে সময়মতো সেই পোনাকে ছাড়া না হলে পোনা মারা যেতে পারে। তাই যত তারাতারি সম্ভব মাছের পোনাকে জাল থেকে মুক্ত করে পুকুরে ছাড়ার ব্যবস্থা করতে হবে।

৪। পুকুরে জাল টানার সময় পুকুরের পাড় পানিতে ভিজে গিয়ে যাতে ভেঙে না যায় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। পুকুরের পাড় ভেঙে গেলে পুকুরের মাছ বের হয়ে যেতে পারে যা মাছ চাষের জন্য ক্ষতিকর। এছাড়াও বাইরের দূষিত পানি পুকুরে প্রবেশ করতে পারে। তাই পুকুরে জাল টানার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

৫। মাছের পুকুরে জাল টানার সময় মাছের প্রাকৃতিক খাদ্য উপাদানগুলো যাতে নষ্ট হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পুকুরে মাছের প্রাকৃতিক খাদ্য উপাদান নষ্ট হয়ে গেলে মাছের খাদ্য সংকট দেখা দিতে পারে। তাই জাল টানার সময় কোনভাবেই মাছের প্রাকৃতিক খাদ্য নষ্ট করা যাবে না।

ফার্মসএন্ডফার্মার/০৪এপ্রিল২০