পুকুরে পানি প্রবেশ করার সময় যেসব বিষয় খেয়াল রাখা জরুরী

2300

২০-গ্রামের-সূপেয়-পানির-উৎস্য-পুকুর-মাছ-চাষে-ইজারা
পুকুরে পানি প্রবেশ করার সময় যা খেয়াল করা জরুরী তা আমাদের সকলেরই জেনে রাখা দরকার। মাছের চাষ আমাদের দেশে একটি বেশ লাভজনক পেশা। মাছ চাষের পুকুরে পানি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাছের পুকুরে সব সময় পরিমাণমতো পানি না রাখলে পুকুরে মাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়াসহ আরও অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। মাছ চাষে লাভবান হতে চাইলে তাই পুকুরে পানিকে সবচেয়ে বেশি গুরুত্বের সহিত দেখতে হবে। চলুন আজকে জেনে নিব মাছের পুকুরে পানি প্রবেশ করার সময় যা খেয়াল করা জরুরী সেই সম্পর্কে-

পুকুরে পানি প্রবেশ করা সময় যা খেয়াল করা জরুরীঃ
১। মাছ চাষের পুকুরে পানি প্রবেশ করার সময় শুরুতেই বিবেচনা করতে হবে যে পানি পুকুরে সরবরাহ করা হবে তা মাছ চাষের উপযোগী কিনা। মাছ চাষের জন্য উপযুক্ত পানি পুকুরে সরবরাহ করতে হবে। আরও তা করা না হলে পুকুরে চাষ করা মাছের ব্যাপক ক্ষতি সাধন হতে পারে। তাই মাছের পুকুরে পানি সরবরাহ করার পূর্বে তা সেই মাছের উপযোগী কিনা তা যাচাই করে নিতে হবে।

২। মাছ চাষের পুকুরে পানি প্রবেশ করার সময় লক্ষ্য রাখতে হবে যাতে পুকুরের পানি ঘোলা হয়ে না যায়। পুকুরে এমনভাবে পানি প্রবেশ করাতে হবে যাতে কোনভাবেই পুকুরের পানি ঘোলা হয়ে না যায়। প্রয়োজন হলে পাইপের মাধ্যমে পানিকে পুকুরের পাড় থেকে আরও দূরে নিয়ে তারপর পুকুরে পানি প্রবেশ করাতে হবে।

৩। পুকুরে পানি প্রবেশ করানোর সময় খেয়াল রাখতে হবে যাতে কোনভাবেই পুকুরের পাড় ভেঙ্গে না যায়। পুকুরের পাড় ভেঙ্গে গেলে অনেক সময় মাছের ক্ষতি হতে পারে কিংবা পুকুর থেকে মাছ বের হয়ে যেতে পারে। আর এতে মাছ চাষ ব্যাপক ক্ষতি হতে পারে। তাই পুকুরে পানি প্রবেশের সময় কোনভাবেই যাতে পুকুরের পাড় না ভাঙ্গে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

৪। পুকুরে পানি প্রবেশের সময় খেয়াল রাখতে হবে যাতে কোনভাবেই পুকুরের পানি উপচে না পড়ে। মাছ চাষের পুকুর পানি দিয়ে পূর্ণ হয়ে উপচে গেলে পুকুরের মাছ চলে যেতে পারে। আর মাছের চলে যাওয়ার ফলে মাছের চাষ করে লোকসান হতে পারে। তাই পুকুরে পানি প্রবেশের সময় কোনভাবেই যাতে মাছের পুকুর উপচে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।

৫। মাছের পুকুরে পানি প্রবেশের সময় খেয়াল রাখতে হবে যাতে প্রবেশ করা পানির সাথে কোনভাবেই কোন বিষাক্ত উপাদান বা রোগের জীবাণু পুকুরের পানিতে প্রবেশ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই সাবধানের সহিত পরিক্ষা করিয়ে পানি প্রবেশ করাতে হবে।

ফার্মসএন্ডফার্মার/০১ এপ্রিল২০