পুকুরে বিভিন্ন জাতের মাছ মজুদের পরিমাণ আমরা অনেকেই জানি না। আমাদের দেশে মাছ চাষ একটি লাভজনক ও জনপ্রিয় পেশা। মাছ চাষ করে অনেকেই তাদের বেকারত্ব দূর করে স্বাবলম্বী হচ্ছেন। মাছ চাষের ক্ষেত্রে মাছের পোনা মজুদ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসুন জেনে নেই পুকুরে বিভিন্ন জাতের মাছ মজুদের পরিমাণ সম্পর্কে-
পুকুরে বিভিন্ন জাতের মাছ মজুদের পরিমাণঃ
চাষী ভাইদের কাছ থেকে প্রায়ই প্রশ্ন আসে যে পুকুরে কতগুলো মাছ ছাড়া যাবে। যদিও এর কোন নির্দিষ্ট সংখ্যা নেই এবং এটা নিয়ে অনেক মতভেদ আছে তারপরও সবার সুবিধার্থে আমার কর্ম এলাকার চাষের ভিত্তিতে সংক্ষেপে বিভিন্ন প্রকার মাছের সংখ্যা তুলে ধরলাম।
কার্প জাতীয় মাছের মিশ্র চাষঃ
শতক প্রতি রুই ৪ – ৫ টি, কাতল ২ – ৩ টি, মৃগেল ৩ – ৪ টি, গ্রাসকার্প ১ টি, সরপুঁটি ২ – ৩ টি, মাগুর ১০ – ১২ টি [শতক প্রতি সর্বোচ্চ উৎপাদনঃ কার্প ২৫ – ৩০ কেজি, মাগুর ২ – ৩ কেজি]
তেলাপিয়া মাছঃ
শতক প্রতি তেলাপিয়া ১০০ – ১২০ টি, রুই ২ – ৩ টি, কাতল ২ – ৩ টি, মৃগেল ১ – ২ টি, গ্রাসকার্প ১ টি, মাগুর ২০ – ২৫ টি [শতক প্রতি সর্বোচ্চ উৎপাদনঃ তেলাপিয়া ৫০ – ৬০ কেজি, কার্প ১০ – ১২ কেজি, মাগুর ২ – ৩ কেজি]
পাঙ্গাস মাছঃ
শতক প্রতি পাংগাশ ৮০ – ১০০ টি, রুই ২ – ৩ টি, কাতল ১ – ২ টি, মৃগেল ১ – ২ টি, গ্রাসকার্প ১ টি, মাগুর ১০ – ১২ টি [শতক প্রতি সর্বোচ্চ উৎপাদনঃ পাংগাশ ১২০ – ১৩০ কেজি, কার্প ১০ – ১২ কেজি, মাগুর ১ – ২ কেজি]
পাবদা মাছঃ
শতক প্রতি পাবদা ৮০০ – ১,০০০ টি, রুই ২ – ৩ টি, কাতল ১ – ২ টি, মৃগেল ১ – ২ টি, গ্রাসকার্প ১ টি [শতক প্রতি সর্বোচ্চ উৎপাদনঃ পাবদা ২৫ – ৩০ কেজি, কার্প ১০ – ১২ কেজি]
থাই কৈ মাছঃ
শতক প্রতি কৈ ১,৫০০ – ২,০০০ টি, শিং ২০০ – ২৫০ টি [শতক প্রতি সর্বোচ্চ উৎপাদনঃ কৈ ১০০ – ১২০ কেজি, শিং ৫ – ৬ কেজি]
ভিয়েতনাম কৈ মাছঃ
শতক প্রতি কৈ ৩০০ – ৪০০ টি, শিং ২০০ – ২৫০ টি [শতক প্রতি সর্বোচ্চ উৎপাদনঃ কৈ ১০০ – ১২০ কেজি, শিং ৫ – ৬ কেজি]
গলদা চিংড়িঃ
শতক প্রতি গলদা ৬০ – ১০০ টি, রুই ২ – ৩ টি, কাতল ১ – ২ টি, মৃগেল ১ – ২ টি, গ্রাসকার্প ১ টি [শতক প্রতি সর্বোচ্চ উৎপাদনঃ গলদা ৮ – ১০ কেজি, কার্প ১০ – ১২ কেজি]
বাগদা চিংড়িঃ
শতক প্রতি বাগদা ১৫০ – ২০০ টি, ভাংগন ৫ – ৬ টি, খরশুলা ৪০ – ৪৫ টি [শতক প্রতি সর্বোচ্চ উৎপাদনঃ বাগদা ৮ – ১০ কেজি, ভাংগন ৩ – ৪ কেজি, খরশুলা ২ – ৩ কেজি।
উল্লেখ্য যে, মাছের সর্বোচ্চ উৎপাদন চাষ পদ্ধতি, পুকুরের প্রকৃতি ও আবহাওয়ার উপর নির্ভরশীল।
ফার্মসএন্ডফার্মার/২৪ফেব্রু২০২০