পুকুরে হঠাৎ ফাইটোপ্লাংক্টন, যা করবেন

452

অনেক পুকুরেই দেখা যায় যে, কোন কারন ছাড়াই হঠাৎ ফাইটোপ্লাংক্টনে ভরে গিয়ে সবুজ সর পরে গেছে। সেক্ষেত্রে চাষীরা ভ্যাবাচ্যাকা খেয়ে যান! কোথা থেকে কি হল বুঝতে পারেন না! েতারপর শুরু হয় যোগাযোগ , চিকিৎসা ইত্যাদি ইত্যাদি! আমি বলি এক্ষেত্রে ভ্যাবাচ্যাকা খাওয়ার কিছু নাই। ফসলের যেমন মৌসুম আসে-যায় এই ফাইটোপ্লাংক্টনেরও মৌসুম আসে যায়! প্রত্যেকটা পুকুরেই ৩-৪ মাসের মাথায় পুষ্টি, রোদ ইত্যাদি প্রভাবকের প্রভাবের কারনে কখনও ফাইটোপ্লাংক্টন আবার তার পরে পরেই জুওপ্লাংক্টনের উৎপাদন হঠাৎ বেড়ে যায়।
একে ফিশারীজের ভাষায় Seasonal Succession বলে! ভয়ের কোন কারন নাই!

এই সমস্ত পুকুরে বাহিরের পানি বিশেষ করে ঝোঁপ-জঙ্গল সম্বলিত এলাকার পানি গড়িয়ে পরা বন্ধ করতে হবে।
৩-৭ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে!

আর সিলভার কার্প, বিগ হেড, কাতলা, পুটি ও রুই এসব মাছ থাকলে এই অতিরিক্ত ফাইটপ্লাংক্টনে সহজেই শেষ হয়ে যাবে।
এক্ষেত্রে দুই/তিন দিন খাবারও বন্ধ রাখলে কাজ হয়।

তাছাড়া এটির উপস্থিতির কারনে জুওপ্লাংক্টনের বংশ বিস্তার সহজেই হবে।
অতএব এহেন পরিস্থিতিতে ঘাবড়িয়ে গিয়ে অহেতুক কারো শরনাপন্ন না হওয়ার জন্য আহবান করছি!
ধন্যবাদ!

ফার্মসএন্ডফার্মার/১২অক্টোবর২০