পুকুর থেকে কৈ মাছ উঠে যাওয়া বন্ধ করবেন যেভাবে

1009

hqdefaultকৈ মাছ পুকুর থেকে উঠে যাওয়া রোধে করণীয় সম্পর্কে আমরা অনেকেই জানি না। আমাদের দেশে মাছ চাষ একটি লাভজনক পেশা। মাছের চাষ করে অনেকেই তাদের দারিদ্রতা দূর করে স্বাবলম্বী হচ্ছেন। মাছ বিশেষ করে কৈ মাছ চাষ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এগুলোর মধ্যে পুকুর থেকে কৈ মাছ উঠে যাওয়া অন্যতম। আসুন জেনে নেই কৈ মাছ পুকুর থেকে উঠে যাওয়া রোধে করণীয় সম্পর্কে-

কৈ মাছ পুকুর থেকে উঠে যাওয়া রোধে করণীয়ঃ
যেসব কারণে পুকুর থেকে কৈ মাছ উঠে যেতে পারে তা নিচে দেওয়া হল-

কৈ মাছ উঠে যাওয়ার কারণঃ

১। কৈ মাছ চাষের পুকুর পাড় নিচু হলে।

২। বাইরে থেকে কৈ মাছের পুকুরে পানি ঢুকলে সে পথ দিয়ে কৈ মাছ উঠে যেতে পারে।

৩। কৈ মাছের পুকুরের চারদিকে কোন জাল কিংবা বেড়া দেওয়া না থাকলে।

৪। কৈ মাছ পেটের ডিম পরিপক্ব হলে নিষিক্ত হওয়ার জন্য বাইরের পানিতে যায়।

৫। কৈ মাছের পুকুরের সাথে অন্য পুকুর কিংবা জলাশয়ের সাথে মুক্ত বা পাইপের সংযোগ করা থাকলে মাছ সেই পথ দিয়ে উঠে যেতে পারে।

কৈ মাছ উঠে যাওয়া রোধঃ

১। কৈ মাছের পুকুর পাড় পানি থেকে অনেক উচু হতে হবে।

২। পুকুরে পানি ঢোকার পথ জাল কিংবা অন্য কোন ব্যবস্থার মাধ্যমে বন্ধ করতে হবে।

৩। পুকুর পাড়ের চারদিকে উচু করে বেড়া কিংবা জাল দিয়ে দিতে হবে।

৪। কৈ মাছের পেটের ডিম পরিপক্ব হলে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে যাতে মাছ উঠে যেতে না পারে।

৫। কৈ মাছের পুকুরের সাথে অন্য কোন পুকুর কিংবা জলাশয়ের সংযোগ থাকলে সেখানে জাল বা বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করতে হবে।

ফার্মসএন্ডফার্মার/৩০জানু২০২০