পেঁয়াজের দামে খুশি বরেন্দ্র অঞ্চলের কৃষকরা

462

পেঁয়াজের কাঙ্ক্ষিত দাম পাওয়ায় খুশি বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা। পেঁয়াজ আমদানি বন্ধ হলে কৃষকদের উৎপাদিত পেঁয়াজ দিয়েই দেশীয় চাহিদা পূরণ সম্ভব বলে মনে করেন ব্যবসায়ী নেতারা।

বাজারে পেঁয়াজের সংকট দেখা দেয়ায় গত বছরের শেষের দিকে রাজশাহীতে প্রতি কেজি পেঁয়াজ খুচরা বিক্রি হয়েছে সর্বোচ্চ আড়াইশো টাকায়। আর দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বরেন্দ্র অঞ্চলের কৃষকেরা চলতি মৌসুমে পেঁয়াজের আবাদ বেশি করে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনও হয়েছে। এ অবস্থায় আমদানি বন্ধ থাকায় পেঁয়াজের ভালো দাম পাচ্ছেন কৃষক ও ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের একজন বলেন, ‘অন্যান্য সময় পেঁয়াজের মণ থাকে ৮০০-৯০০ টাকা। এখন সে পণ্য ১৬০০-১৮০০ টাকা।’

এক কৃষক জানান, আবহাওয়া অনুকূলে ছিল। এবার লাভ হয়েছে।’

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সচিব গোলাম জাকির হোসেন জানান, পেঁয়াজ আমদানি বন্ধ হলে স্বনির্ভর হবে কৃষকেরা।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামছুল হক জানান, উৎপাদিত পেঁয়াজ দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছে কৃষকেরা।

জেলায় এবার প্রায় ১৭ হাজার হেক্টর জমিতে ২ লাখ ৮৩ হাজার মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের।

ফার্মসএন্ডফার্মার/১৮মে২০