পেঁয়াজ আমদানীতে সাড়া দিয়েছে দেশের বড় বড় কোম্পানী

299

পেয়াজ২

পেঁয়াজের দাম বেশি তাই বাজার সামাল দিতে এবার সিটি গ্রুপ, মেঘনা গ্রুপসহ কয়েকটি বড় প্রতিষ্ঠানকে বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ আমদানির অনুরোধ জানিয়েছে। এসব কোম্পানিও দ্রুততম সময়ে পেঁয়াজ আমদানিতে সায় দিয়েছে।

সূত্র জানায়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কয়েকটি শিল্পগোষ্ঠীর সঙ্গে পেঁয়াজ আমদানির বিষয়ে কথা বলেন। এরপরই তারা আমদানির উদ্যোগ নেয়।জানতে চাইলে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের পরামর্শে আমরা এ উদ্যোগ নিয়েছি।’

বাণিজ্যমন্ত্রী গতকাল পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, খাদ্যপণ্য উৎপাদনকারী বড় শিল্প গ্রুপের সঙ্গে আলোচনা হয়েছে। তারা প্রচুর পরিমাণে পেঁয়াজ আমদানি করবে।

ঢাকার বাজারে দেশি পেঁয়াজের দাম আবার প্রতি কেজি ১০০-১১০ টাকায় উঠেছে। অন্যদিকে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯০-১০০ টাকায়। মিয়ানমারের পেঁয়াজও মানভেদে ৮০-৯০ টাকা কেজি চাইছেন বিক্রেতারা।

ভারত নিজেদের বাজার সামাল দিতে গত ২৯ সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে। ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশি পেঁয়াজের মজুত শেষের দিকে। ভারত থেকে পেঁয়াজ আসছে না। এ পরিস্থিতিতে বাজারে ঢোকার অপেক্ষায় বড় আমদানিকারকেরা।

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ