পেঁয়াজ উৎপাদনে বিনামূল্যে সার-বীজ দেওয়া হচ্ছে: কৃষিমন্ত্রী

363

আব্দুর-রাজ্জাক

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে বছরে ৩৩ লাখ মেট্টিক টন পেঁয়াজ ও ৬ দশমিক ৫৫ মেট্টিক টন রসুনের চাহিদা রয়েছে। এরমধ্যে ২৩ দশমিক ৩০ লাখ মেট্রিক টন পেঁয়াজ ও ৬ দশমিক ১৩ লাখ মেট্রিক টন রসুন দেশে উৎপাদন হয়।

রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে সরকারি দলের সদস্য ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্পিকার শিরিণ শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক আরো বলেন, পেঁয়াজ উৎপাদনের ১৮টি জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ১৩১জনকে ৯৮ লাখ টাকা সহায়তা প্রদান করার পদক্ষেপ নেয়া হয়েছে।

রাজস্ব খাতের আওতায় ২৮৪০টি প্রদর্শনীর মাধ্যমে কৃষকের ৩৯২ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

মন্ত্রী জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতমানের ডাল, তেল, ও মসলা বীজ সরবরাহসহ পেঁয়াজ চাষে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পেঁয়াজ, আদা, রসুনসহ দেশে উৎপাদনযোগ্য সকল ফলসের উৎপাদনে সরকার প্রণোদনার মাধ্যমে ভর্তুতি প্রদান করা হচ্ছে। পেঁয়াজ উৎপাদনে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হচ্ছে।

ফার্মসএন্ডফার্মার/১৬ফেব্রু২০২০