পেঁয়াজ ছাড়াই রান্না করতে বললেন প্রধানমন্ত্রী

609

প্রধানমন্ত্রী

পেঁয়াজের দাম নাগালের বাইরে তাই বাইরের দেশে পেঁয়াজের দাম অন্য জিনিসের তুলনায় বেশি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। আমাদের বাসায় করে। অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়া করা যায়। পেঁয়াজ নিয়ে এত অস্থির হয়ে পড়ার কি আছে আমি জানি না। হয়তো বেশির জায়গায় একটু কম দিয়ে খেতে হতে পারে।’

গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে সদ্য সমাপ্ত আজারবাইজান সফর নিয়ে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

‘একবার তো বাইরে থাকতে শুনলাম পেঁয়াজের দরজা খুলে দেওয়া হলো। তবে এই সমস্যা থাকবে না, হয়তো সাময়িক। ইতিমধ্যেই আমি খবর পেলাম ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ চলে আসছে শিগগিরই। তাছাড়া ১০ হাজার মেট্রিকটন চলে আসবে কয়েকদিনের মধ্যেই’, বলেন শেখ হাসিনা।

অনেক জায়গায় এখনো পেঁয়াজ রয়ে গেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কতদিন পেঁয়াজ ধরে রাখতে পারবে এটাই বড় কথা। পেঁয়াজ কিন্তু পঁচে যায়। সরকারকে বেকায়দায় ফেলতে যেয়ে তাদের লোকসানই হবে। লাভ হবে না। এটাও বাস্তবতা।’

ফার্মসএন্ডফার্মার২৪/জেডএইচ