পেন্টাগনের নিরাপত্তা এলাকায় ঢুকে পড়া মুরগি কাস্টডিতে

239

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের একটি নিরাপত্তা এলাকায় ঢুকে পড়ে বিচরণ করা একটি মুরগিকে কাস্টডিতে নেওয়া হয়েছে। স্থানীয় একটি পশু কল্যাণ সংস্থা এ কথা জানিয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি’র এক প্রতিবেদনে এ কথা জানা গেছে।

ভার্জিনিয়ার অ্যানিমেল ওয়েলফেয়ার লিগ অব আর্লিংটন সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, সোমবার সকালে পেন্টাগনের কাছে মুরগিটিকে বিচরণ করতে দেখা যায়। প্রশ্ন হচ্ছে, কেন মুরগিটি রাস্তা পার হয়ে পেন্টাগনে প্রবেশের চেষ্টা করছিল।

মুরগিটিকে সংস্থাটির একজন কর্মীর জিম্মায় নেওয়া হয়েছে।

অ্যানিমেল ওয়েলফেয়ার লিগ অব আর্লিংটনের মুখপাত্র চেলসি জোন্স জানান, নির্দিষ্টভাবে পেন্টাগনের কোনও স্থানে মুরগিটিকে পাওয়া গেছে তা তিনি জানাতে পারছেন না। কারণ, এমনটির অনুমোদন নেই। শুধু জানাতে পারি, এটিকে একটি নিরাপত্তা চেকপয়েন্টে পাওয়া গেছে।

মুরগিটি কোথা থেকে এসেছে বা কীভাবে পেন্টাগনে পৌঁছালো তা স্পষ্ট নয়।

ফার্মসএন্ডফার্মার/ ০৬ ফেব্রুয়ারি ২০২২