পেয়ারার ফলের মাছি পোকা

501

পোকা চেনার উপায় : লালচে বাদামি মাছির ঘাড়ে হলুদ দাগযুক্ত রেখা আছে। পাখা স্বচ্ছ। পাখার নিচের দিকের কিনারায় কালো দাগ আছে। পেট মোটা, স্ত্রী মাছির পেছনে সরু ও চোখা ডিম পাড়ার সুঁইয়ের মতো নল আছে। ডিম সাদা নলের মতো এবং এক দিকে বাঁকা।

ক্ষতির ধরণ :
১। এ পোকা ফল পরিপক্ক হওয়ার সময় অভিপজিটর ঢুকিয়ে তাতে ডিম পারে।
২। এ ডিম ফুটে ক্রীড়া বের হয়ে ফল ছিদ্র করে ফলের ভিতরে ঢুকে ফলের মাংসল অংশ খেতে থাকে এবং ফল ভেতরে পচে যায়।

ব্যবস্থাপনা :
১। মাছি পোকা নিয়ন্ত্রণের জন্য সহজ উপায় হল ফলন্ত গাছে সেক্স ফেরোমন ফাঁদ ঝুলানো। বেইট ট্র্যাপ স্থাপন করা ও ফেরোমন ফাঁদ (ব্যাকট্রো- ডি হেক্টর প্রতি ৮০ টি লিউর )ব্যবহার করতে হবে।
২। ফল ব্যাগিং করা বা পলিথিন দিয়ে প্যাচানো ।
৩। নষ্ট ফল বাগান থেকে অপসারণ করা।
৪। বিষটোপ ব্যবহার করা ( ১০০ গ্রাম নরমকরা কলা + ৫ গ্রাম ভিটাব্রিল + ১০০ মিলি পানি মিশিয়ে বিষটোপ তৈরি করতে হবে।)
৫। ফেনিট্রথিয়ন গ্রুপের কীটনাশক যেমন: সুমিথিয়ন ২.৪ মিলি/ লি হারে বা টাফগার ২ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে শেষ বিকেলে স্প্রে করা।

পূর্ব-প্রস্তুতি :ফল সংগ্রহ শেষ হলে গাছের মরা ডালপালা, ফলের বোঁটা, রোগ বা পোকা আক্রান্ত ডাল পালা ও অতিঘন ডাল পালা ছাঁটাই করে পরিস্কার করে দিন। পরিস্কার করার পর একটি ছত্রাকনাশক ও একটি কীটনাশক দ্বারা পুরো গাছ ভালভাবে স্প্রে করুন। নিয়মিত বাগান পরিদর্শন করুন।

অন্যান্য :পুরোপুরি পাকার আগে ফল তোলা। ফল মার্বেল আকারের থাকতেই ব্যাগিং করা বা পলিথিন দিয়ে প্যাচিয়ে দিন। ফল তোলার পর সেগুলো ৫% লবন পানিতে ১ ঘন্টা ভিজিয়ে রাখা।

ফার্মসএন্ডফার্মার/ ১৪সেপ্টেম্বর ২০২১