পেয়ারার মিলিবাগ বা ছাতরা পোকা ও সাদা মাছি পোকা দমন

1323

পেয়ারার মিলিবাগ বা ছাতরা পোকা ও সাদা মাছি পোকা দমন:
পেয়ারার গুনগত মান আপেলের থেকে কোন অংশে কম নয়। এই ফলটা যে সবার খুবই প্রিয় কেবলমাত্র তাই নয়, পেয়ারাতে ক্যালসিয়াম, ফসফরাস ছাড়া প্রচুর পরিমানে ভিটামিন সি থাকে যা মানবদেহের গঠন ও বৃদ্ধিতে বিশেষ প্রয়োজন। কিন্তু পেয়ারার এই গুনগত মানকে নষ্ট করে মিলিবাগ বা ছাতরা পোকা রোগ।

আসুন তাহলে আমরা আগে জেনে নেই মিলিবাগ বা ছাতরা পোকা রোগের লক্ষন :

পাতা ও ডালের রস চুষে নেয় ফলে গাছ দুর্বল হয়ে পড়ে, পাতা লাল হয়ে যায়, পাতা ও ফল ঝরে যায়।

পাতার নিচে সাদা তুলার মত পোকা দেখা যায়। টিপ দিলে হলুদ পানির মত বের হয়ে আসে।

অনেক সময় পাতায় শুটি মোল্ড রোগের আক্রমণ
হয়। পাতা ও ডালে সাদা তুলার মত দাগ দেখা যায়।

মিলিবাগ বা ছাতরা পোকা থেকে রক্ষা পেতে করণীয়:

আক্রান্ত পাতা ও ডগা ছাটাই করে ফেলতে হবে।

প্রতি লিটার পানিতে ০.৫ মিলি ইমিটাফ কীটনাশক ও প্রতি লিটার পানিতে ২ গ্রাম অটোস্টিন ছত্রাকনাশক পাতায় মিশিয়ে স্প্রে করতে হবে।

বিকেলের দিকে স্প্রে করা সবচেয়ে ভালো। রোদে কখনো স্প্রে করবেন না।

ইমিটাফ কিটনাশক ও অটোস্টিন ছত্রাকনাশক কিনতে আমাদের ইনবক্স করুন। আমরা হোম ডেলিভারি করি।

ফার্মসএন্ডফার্মার/০৬নভেম্বর২০২০