পেয়ারার সাদা মাছি

639

পেয়ারার সাদা মাছি

লক্ষণ:
সাদা রঙের ছোট পোকা পাতার রস চুষে খায়,পাতা সামান্য নাড়া দিলে উড়ে যায়।
পোকার শরীর সাদা মোম জাতীয় পদার্থ দ্বারা ঢাকা থাকে।
পাতায় সাদা/ হলদেটে দাগ হয় ,কুঁচকে যায় এবং গাছের বৃদ্ধি ব্যাহত হয়।
পাতা কোকড়ানো ও মোজাইক রোগের ভাইরাসের বাহক।

প্রতিকার

বাগান ও গাছ পরিস্কার পরিছন্ন রাখা,বৎসরে দুইবার সুষম মাত্রায় সার প্রয়োগ করা।
বর্ষা মৌসুম শেষে গাছের অপ্রয়োজনীয়, মৃত, অর্ধমৃত ডালপালা ছাঁটাই করে আলোবাতাস চলাচলের ব্যবস্থা করা।আক্রান্ত অংশ পোকাসহ সংগ্রহ করে পুতে ফেলা।
কেরোসিন মিশ্রিত ছাই পাতায় ছিটিয়ে পোকা প্রতিরোধ করা য়ায়।
ডিটারজেন্ট ৩গ্রাম/ লিটার পানি+নিম/ বিষকাঠাঁলী/ ধুতরা/আতা/পেঁপে/ নিশিন্দা/জবা/গাদা ফুলের ১ কেজি পাতা থেতিয়ে১২ ঘন্টা ভিজে ১০ লিটার পানি স্প্রে করা।
এবামেকটিন ১.৮ই(লিকার/ সানমেকটিন/ ভার্টিমেক/একামাইট/ টপটিন/ বাসকেট/ এবোম/এমবুশ/ লাকাদ/ডায়মাটিন/বিদায়) ২ মিঃলিঃ/ লিটার পানি স্প্রে।

ফার্মসএন্ডফার্মার/১৪এপ্রিল২০