ফসল ক্ষেতে পোকামাকড়ের ক্ষতি থেকে রক্ষা পেতে জনপ্রিয় হচ্ছে আলোক ফাঁদ

140

পোকামাকড়ের ক্ষতি থেকে রোপা আমন ও গ্রীষ্মকালীন সবজি রক্ষা করতে কীটনাশক ব্যবহারের পরিবর্তে আলোক ফাঁদের ব্যবহার মেহেরপুরের গাংনীর কৃষকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এটি একদিকে যেমন পরিবেশবান্ধব, তেমনি এর মাধ্যমে ক্ষতিকর শত্রু পোকা ও উপকারী বন্ধু পোকা নির্ণয় করা সহজ হচ্ছে। কৃষি অফিসের পরামর্শে চাষিরা এ পদ্ধতি ব্যবহার করে সুফল পাচ্ছেন বলে দাবি কৃষি বিভাগের।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবারে উপজেলায় ১৪ হাজার ২০০ হেক্টর জমিতে রোপা আমন ধান ও এক হাজার ৫০০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি চাষ করা হয়েছে। আমন ক্ষেতে কীটনাশকের ব্যবহার কমাতে উপজেলার ২৮টি ব্লকের প্রতিটিতে একটি করে আলোক ফাঁদ প্রদর্শনী স্থাপন করা হয়েছে এবং এর উপকারিতা সম্পর্কে কৃষকদের সচেতন করা হচ্ছে। কৃষি দপ্তরের এ প্রদর্শনী দেখার পর উৎসাহিত হয়ে শতাধিক কৃষক নিজ উদ্যোগে আলোক ফাঁদের মাধ্যমে ক্ষতিকর পোকা নিধন করছেন। কৃষকদের এ ব্যাপারে প্রশিক্ষণও দেয়া হয়েছে। প্রতি সোমবার উপসহকারী কৃষি অফিসাররা নিজ নিজ ব্লকে এ প্রদর্শনীর আয়োজন করেন।

আলোক ফাঁদ ব্যবহারকারী জোড়পুকুর গ্রামের কৃষক খোকন, বাবলু রহমান ও সুফিয়ান জানান, জমিতে যে ফসল ফলানো হয় তা শুধু বিক্রি করা হয় না, পরিবারের লোকজনও খেয়ে জীবন বাঁচায়। কীটনাশক খেয়ে খেয়ে নানা ধরনের রোগ দেখা দেয় শরীরে। তাই কৃষি অফিসের পরামর্শে কীটনাশকের পরিবর্তে আলোক ফাঁদ ব্যবহার করা হচ্ছে। এই পদ্ধতি পরিবেশেরও কোনো ক্ষতি করে না। আলোক ফাঁদের মাধ্যমে ক্ষতিকর পোকা নিধনে কোনো খরচ নেই। তাই উৎপাদন খরচ অনেক কমে গেছে।

গাংনী উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা সুমন জানান, আলোক ফাঁদ ধানের পোকা দমনে একটি পরিবেশবান্ধব পদ্ধতি। আলোক ফাঁদ তৈরিতে হারিকেন, বৈদ্যুতিক বাল্ব ও সৌরবিদ্যুতের সোলার প্যানেল ব্যবহার করা হয়ে থাকে। ধানক্ষেত থেকে ৫০-১০০ মিটার দূরে ফাঁকা জায়গায় বাঁশের খুঁটির সাহায্যে মাটি থেকে দু-তিন ফুট ওপরে একটি বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে এর নিচে একটি পাত্রে ডিটারজেন্ট পাউডার অথবা কেরোসিনমিশ্রিত পানি রাখা হয়। সন্ধ্যার পর এই আলোক ফাঁদের আলোয় আকৃষ্ট হয়ে ধানক্ষেতের বিভিন্ন পোকামাকড় এসে পাত্রের পানিতে পড়ে। এভাবে আলোক ফাঁদ ব্যবহার করে ধানসহ ফসলের ক্ষতিকর ও উপকারী পোকার উপস্থিতি নির্ণয় ও নিয়ন্ত্রণ করা হয়। অতি অল্প খরচে তৈরি এ আলোক ফাঁদ অন্ধকার রাতে দেখতেও বেশ দৃষ্টিনন্দন।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমরান হোসেন জানান, প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে বাম্পার ফলনের আশা করা হচ্ছে। পোকামাকড়ের ক্ষতির হাত থেকে ফসল রক্ষায় ও পোকা দমনে কীটনাশকের ব্যবহার কমাতে পরিবেশবান্ধব আলোক ফাঁদ স্থাপনে কৃষকদের উদ্বুদ্ধকরণে কৃষি সম্প্রসারণ বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে।