পোলট্রি খামারের লিটার বেশি ভিজে গেলে যা করবেন

256

প্রথম ১০ দিন অবশ্যই ধানের তুষ, চিটা বালি বা খড় ব্যবহার করতে হবে। প্রথমদিকে কোন ভাবেই কাঠের গুড়া দেয়া যাবে না। খামারের লিটার বেশি ভিজে গেলে সেটা পরিবর্তন করে দিন তবে কখনোই সম্পূর্ন পরিবর্তন করবেন না। ১/৩ ভাগ পুরাতন লিটারের সাথে নতুন লিটার মিশিয়ে দিতে হবে।

মুরগির খামারে লিটার প্রথমদিন থেকে দিনে দুইবার নেড়ে চেড়ে দিতে হবে।খামারের লিটার চাকা চাকা হয়ে গেলে চেলে দিন এবং চাকা হয়ে যাওয়া লিটার ফেলে দিতে হবে। মুরগির বাচ্চা নিয়ে আসার আগের দিন লিটারে জীবানুনাশক দিয়ে স্প্রে করতে হবে। খেয়াল রাখতে হবে লিটার যেন বেশি ভিজে না যায়। তবে জীবানুনাশকের সাথে তুতে দেয়া যেতে পারে।

পানির প্রদানের পাত্র থেকে পানি পড়ে লিটার ভিজে যাতে না যায় সেজন্য সজাগ থাকতে হবে। পোলট্রি লিটার কখনোই বেশি ভিজা বা একদম শুকনা রাখা যাবে না। বেশি শুকনা হলে বাতাসে উড়ে মুরগির নাকে মুখে ঢুকতে পারে।

প্রতিবার মুরগি বিক্রি করার পর যতটা দ্রুত সম্ভব লিটার পরিবর্তন করে ফেলতে হবে।পোলট্রি লিটারে কোন ধারালো বস্তু আছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে।

ফার্মসএন্ডফার্মার/২৪মার্চ ২০২২