পোল্ট্রি খামারে টিকা ব্যবহার ও সংরক্ষণের নিয়মাবলী আমাদের দেশের বেশিরভাগ খামারিরাই জানেন না। লাভজনক হওয়ার কারণে দিন দিন পোল্ট্রি খামারিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে পোল্ট্রি খামারে বিভিন্ন রোগে টিকা প্রদান করার প্রয়োজন হয়। আজকে আমরা জেনে নিব পোল্ট্রি খামারে টিকা ব্যবহার ও সংরক্ষণের নিয়মাবলী সম্পর্কে-
পোল্ট্রি খামারে টিকা ব্যবহার ও সংরক্ষণের নিয়মাবলীঃ
হাঁস-মুরগির খামারে টিকার ব্যবহার ও সংরক্ষণ করার জন্য বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। নিচে সেগুলো তুলে ধরা হল-
১। প্রতিষেধক টিকা সবসময়ই সুস্থ অবস্থায় প্রয়োগ করতে হয়৷ কোন অবস্থাতেই অসুস্থ হাঁস-মুরগিতে টিকা প্রয়োগ করা যাবে না।
২। কৃমিতে আক্রান্ত হাঁস-মুরগিকে টিকা প্রয়োগ করা উচিত নয়৷ তাতে কাঙ্ক্ষিত মাত্রায় রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয় না৷
৩। টিকা বীজ ঠান্ডা অবস্থায় সংরক্ষণ করতে হবে৷
৪। টিকা বীজ অথবা প্রস্তুতকৃত তরল টিকা কোন অবস্থাতেই সূর্য্যের আলোতে আনা উচিত নয়৷
৫। টিকা ব্যবহারের তারিখ ও সংরক্ষণের মেয়াদ গত হয়ে গেলে এবং টিকার সাধারণ রং পরিবর্তিত হয়ে গেলে কোনক্রমেই সে টিকা ব্যবহার করা চলবেনা৷
৬। নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না হলে তা সংরক্ষণ না করে মাটির নীচে পুঁতে ফেলতে হবে৷
৭। ব্যবহারের সময় মিশ্রণ ও প্রয়োগের ক্ষেত্রে পাত্র, সিরিঞ্জ, নিডেল, ডাইলূশনের জন্য ব্যবহৃত তরল পদার্থ, টিকা ব্যবহারকারীর হাত ইত্যাদি পরিস্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত হওয়া প্রয়োজন৷
৮। জীবাণুমুক্ত করণের জন্য রাসায়নিক পদার্থ ব্যবহার করা উচিত নয়৷
৯। তরল টিকা ব্যবহারের পর অবশিষ্ট থাকলে ফ্রিজে রেখে তা পরে ব্যবহার করা যায়৷
১০। টিকা পরিবহনের ক্ষেত্রে ঠান্ডা অবস্থায় পরিবহন নিশ্চিত করা প্রয়োজন৷
১১। ব্যবহারের সময় টিকা মিশ্রণের পাত্র ছায়াযুক্ত স্থানে বরফ দেয়া বড় পাত্রের মধ্যে রাখা উচিত৷
১২। টিকা প্রয়োগের জন্য ব্যবহৃত সিরিঞ্জ এবং সূচ কোনো প্রকার জীবাণুনাশক পদার্থ দ্বারা পরিস্কার করা উচিত নয়৷ কারণ সিরিঞ্জ এবং সূচ পরিস্কার করার পর যে জীবাণুনাশক পদার্থ লেগে থাকবে তা টিকার ব্যাকটেরিয়া বা ভাইরাসকে মেরে ফেলে টিকার কার্যকারিতা নষ্ট করে দিতে পারে৷
ফার্মসএন্ডফার্মার/ ৩১ জানুয়ারি ২০২২