পোল্ট্রি খামারে যে সুবিধাগুলো থাকা আবশ্যক সেগুলো আমাদের দেশের অনেক খামারিরাই জানেন না। লাভজনক হওয়ার কারণে অনেকেই খামারে মুরগি পালন করছেন। খামারে লাভবান হতে চাইলে বেশ কিছু সুবিধা রাখতে হয়। আসুন আজকে জেনে নিব পোল্ট্রি খামারে যে সুবিধাগুলো থাকা আবশ্যক সেই সম্পর্কে-
পোলট্রি ফার্মে পর্যাপ্ত আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। যে স্থানে পোলট্রি ফার্ম স্থাপন করা হবে তার চারদিকে খোলামেলা পরিবেশ হতে হবে। খামারে পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থা করতে না পারলে মুরগিতে বিভিন্ন রোগ-জীবাণু আক্রমণ হতে পারে।
যে স্থানে পোলট্রি খামার করা হবে তা অবশ্যই উঁচু স্থানে হতে হবে। খামারের স্থান নিচু হলে বন্যার পানি উঠে খামারের মুরগি মারা যেতে পারে। এছাড়াও নানা রোগ দেখা দিতে পারে।
পোলট্রি ফার্মে বিশুদ্ধ পানি সরবরাহ করার ব্যবস্থা থাকতে হবে। পানি বিশুদ্ধ না থাকলে মুরগিগুলো অসুস্থ হতে পারে। সেজন্য মুরগির খামারে লাভবান হওয়ার জন্য প্রয়োজনীয় বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা উচিত।
পোলট্রি ফার্মে যাতায়াতের সুবিধা হয় এমন স্থানে খামার স্থাপন করতে হবে। এতে মুরগির খাদ্য পরিবহণ ও মুরগি বাজারজাত করা সুবিধাজনকহবে। এছাড়াও খামারে কোন সমস্যায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
পোলট্রি খামার যে জায়গায় স্থাপন করতে হবে সেখানে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকতে হবে। বিদ্যুতের ব্যবস্থা থাকলে খামারে মুরগি পালন সহজ হবে এবং নানা জটিলতা নিরসন হবে।
ফার্মসএন্ডফার্মার/ ২৩ জানুয়ারি ২০২২