পোল্ট্রি মেলায় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই ক্যাটাগরিতে ২০ জন পুরস্কৃত

316

[su_slider source=”media: 3227,3228″ title=”no” pages=”no”]

ফার্মস এন্ড ফার্মার২৪.কম ডেস্ক: দশম আন্তর্জাতিক পোল্ট্রি শো ও সেমিনার উপলক্ষ্যে আজ ‘আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা’য় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বয়সভিত্তিক দুই ক্যাটাগরিতে ২০ শিশু পুরস্কার লাভ করে। ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা (ওয়াপসা-বিবি) এ প্রতিযোগিতার আয়োজন করে।

‘এ’ গ্রুপে প্রথম হন রোজ বাড স্কুলের শিক্ষার্থী সামিনা জামান, দ্বিতীয় হন-আদমজী ক্যান্ট পাবলিক স্কুলের খান মোহাম্মদ মোস্তাকীম বিল্লাহ এবং তৃতীয় হন আই.পি.এইচ স্কুল এন্ড কলেজের সাঈদ সাদ্দাম আল সাদিদ। অন্য বিজয়ীরা হলেন-রংধনু একাডেমী’র এহসান আলম, মাউন্ট হারম্যান হাইস্কুলের ফারজাদ আলম আয়াত, রংধনু একাডেমীর ইথান আলম, ভিকারুন্নেসা নূন স্কুলের ফারিনা জাহান অর্পিতা, হলিক্রস স্কুলের নাজাহ সুলতান, বিএএফ স্কুল এন্ড কলেজের তাসহানা তাসকিন এবং প্ল্যান পেন স্কুলের শিক্ষার্থী মানহা হোসেন

‘বি’ গ্রুপে প্রথম হন মারিয়া ইসলাম আবন্তি, দ্বিতীয় অম্লান সরকার এবং তৃতীয় জয়া সরকার। অপর বিজয়ীরা হলেন-ফারিহা মেহজাবিন রোজা, ইসরাত জাহান ইফাত, ফাহমিদা জাহান আরিয়া, আদীনা হাসান, নুসরাত জাহান নুবা, জাইদ আল আমীন এবং মুহাম্মদ উল্লাহ মাহী। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন-প্রখ্যাত চিত্রশিল্পী ২০১৪ সালের একুশে পদক জয়ী সমরজিৎ রায় চৌধুরী, গ্যালারি-২১ এর পরিচালক শিল্পী শামীম সুব্রণা এবং শিল্পী সামিনা নাফিজ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়াপসা-বাংলাদেশ শাখার সভাপতি শামসুল আরেফিন খালেদ এবং সাবেক সভাপতি মসিউর রহমান।