পোল্ট্রি সেক্টরকে উন্নত শিখরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে ‘প্রভেট রিসোর্সেস লিমিটেড’

474

Untitled-0000000

দেশের নেতৃস্থানীয় কেমিক্যাল আমদানি ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রভেট রিসোর্সেস লিমিটেড সৃষ্টির শুরুতে কোয়ালিটি, প্রতিশ্রুতি এবং সেবা প্রদানের মাধ্যমে সেক্টরকে আরো উন্নত শিখরে কীভাবে পৌঁছে দেয়া যায় সেই লক্ষে কাজ করে যাচ্ছে।

প্রভেট রিসোসেস লি. থাইল্যান্ডের বিশ্বখ্যাত Vet Superior Consultant Co. Ltd. কোম্পানির উৎপাদিত LOCKIN ও HEPPA (প্রকৃতিক উদ্ভাবনী পণ্য) যা পোল্ট্রিতে সময় উপযোগী ব্যবহারযোগ্য। আশা করি প্রোডাক্ট দুটি পোল্ট্রিতে ভালো ফলাফল বয়ে আনবে।

খামারী/ফিডমিল/হ্যাচারি মালিক ঊর্ধ্বতন কর্মকতা, পোল্ট্রি কনসালটেন্টসহ সকলের দৃষ্টি আকর্ষণের জন্য প্রোডাক্ট দুটির উপাদান এবং ব্যবহারিক সুবিধাদি তুলে ধরা হলোঃ

LOCKIN
প্রাকৃতিক উপাদানে তৈরি যাহা ব্যাকটেরিয়াল ও ভাইরাল রোগের আক্রমণ থেকে মোরগ-মুরগিকে প্রতিরোধ করে।

LOCKIN তৈরিতে ব্যবহৃত উপাদান সমূহঃ
মিনারেল যেমন-জিংক, সেলিনিয়াম, কপার।
অরগেনিক অ্যাসিড যেমন-ল্যাকটিকঅ্যাসিড, সাইট্রিকঅ্যাসিড।

ফাইটোজেনিক উপাদান সমূহঃ
বিটা-গ্লুকান

LOCKIN ব্যবহারে খামারীরা যে সমস্ত সুবিধাদি পাবেনঃ
মোরগ-মুরগির রোগ সৃষ্টিকারী ভাইরাস যেমন-রানীক্ষেত ভাইরাস প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
মোরগ-মুরগির এন্টি-মাইক্রোবিয়াল ও এন্টি-ভাইরাল ক্ষমতা বৃদ্ধি করে।
মোরগ-মুরগির পীড়ন কমিয়ে দেয়।
খাদ্য রূপান্তর উন্নত করে এবং পরিপাকতন্ত্রকে খাদ্য পরিপাকে সহায়তা করে।
মোরগ-মুরগির মৃত্যুহার কমে যায়, শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে সর্বোপরি মাংস বৃদ্ধিতে ভূমিকা রাখে।

LOCKIN এর সর্বোচ্চ ফলাফলের জন্য করণীয়ঃ
১ম সপ্তাহঃ
সকালের পানিতে-৬ ঘণ্টা-৩ এমএল/লিটার পানিতে
২য়, ৩য় ও ৪র্থ সপ্তাহ
সকালের পানিতে, সপ্তাহের শেষ ৩ দিন-৬ ঘণ্টা- ৩ এমএল/লিটার পানিতে।

Heppa
প্রাকৃতিক উপাদানে তৈরি যাহা মোরগ-মুরগির প্রজননতন্ত্রেও ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন রোগবালাই থেকে
লিভারকে রক্ষা করে।

Heppa তৈরিতে ব্যবহৃত উপাদানসমূহঃ
এমাইনো অ্যাসিড যেমন- মিথিওনাইন।
মিনারেল যেমন- সেলিনিয়াম।
ভিটামিন যেমন- ভিটামিন ই, কোলিন।

ফাইটোজেনিক উপাদান সমূহঃ
সরবিটল
Heppa ব্যবহারে খামারীরা যে সমস্ত সুবিধাদি পাবেনঃ
মোরগ-মুরগির লিভারের ক্ষমতা উন্নত করে যাহা সর্বোচ্চ খাদ্য ব্যবহার, উৎপাদনবৃদ্ধি, ক্ষতিগ্রস্ত কোষ
মেরামত কমে এবং নিউক্লিক অ্যাসিড বিশ্লেষণে সাহায্য করে।
লিভারটিস্যু ও ওভারিটিস্যু পুনর্গঠনে সাহায্য করে।
মোরগ-মুরগির প্যারেনকাইমা কোষ চাঙ্গা করতে এবং ক্ষতিগ্রস্ত লিভার পুনর্গঠনে সাহায্য করে।
সর্বোচ্চ খাদ্য পরিপাক উন্নত করে, যাহার ফলে খাদ্য রূপান্তর, শারীরিক বৃদ্ধিও হার এবং উৎপাদন উন্নত
হয়।

Heppa এর সর্বোচ্চ ফলাফলের জন্য করণীয়ঃ
১ম সপ্তাহ
বিকালের পানিতে, ৬ ঘণ্টা- ৩ এমএল / লিটারপানিতে।
২য়, ৩য় ও ৪র্থ সপ্তাহ
সকালের পানিতে, সপ্তাহের প্রথম ৪দিন- ৬ ঘণ্টা-৩ এমএল / লিটার পানিতে।

আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন:

PROVET RESOURCES LTD
35, Mohona Imran House
7th Floor, Space B-7, Sonargaon, Janapath Road
Sector -7, Uttara, Dhaka, Bangladesh
• ☏ +8801705 185040
• ☏ +8801915 450064
• ✉ [email protected]
• ✉ [email protected]

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম