প্রকল্প পরিচালকের ভেড়ামারার (কুষ্টিয়া) ভুট্টা ক্ষেত পরিদর্শন ও আইপিএম মাঠস্কুলের শিক্ষার্থীদের সাথে মতবিনিময়

464

[su_slider source=”media: 3935,3933,3934″ title=”no” pages=”no”] [/su_slider]

মো.এমদাদুল হক, কুষ্টিয়া থেকে: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) সমন্বিত বালাইনাশক প্রকল্পের (আইপিএম) প্রকল্প পরিচালক কৃষিবিদ মো.আহসানুল হক চৌধুরী এবং সহকারী প্রকল্প পরিচালক কৃষিবিদ মো.সোলায়মান গত ২ মার্চ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার রাজস্ব খাতের ভুট্টা প্রদর্শনী ক্ষেত এবং উপজেলার পরানখালী বিলপাড়া আইপিএম কৃষক মাঠস্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রকল্প পরিচালক প্রদর্শনী চাষির কাছে ভুট্টা আবাদ সর্ম্পকে জানতে চাইলে কৃষক মো. ইয়াছিন আলী বলেন, আমি উপজেলা কৃষি অফিসের পরামর্শে ৫০ শতক জমিতে সুপার সাইন-২৭৬০ জাতের ভুট্টা আবাদ করেছি এবং তাঁদের নির্দেশনা মোতাবেক সার, সেচসহ অন্যান্য পরিচর্যার কাজ সময়মতো সম্পন্ন করেছি। আবাদ অত্যন্ত ভালো হয়েছে। পূর্বে যে জাতের ভুট্টার আবাদ করতাম, তার চেয়ে এ জাতের ফলন বেশি হবে বলে আশা করছি। প্রকল্প পরিচালক বলেন, প্রচলিত জাতের চেয়ে এ জাতের ফলন অধিক হয়। এর উৎপাদন খরচ ধান এবং গমের চেয়ে কম। তিনি উপস্থিত সকল চাষিদেরকে আগামীতে এ জাতের ভুট্টা চাষের আহবান জানান। এরপর তাঁরা পরানখালী বিলপাড়া আইপিএম কৃষক মাঠস্কুল পরিদর্শন শেষে কৃষাণ-কৃষাণীদের সাথে কুশল বিনিময় ও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে আলোচনা করেন। এসময় পরিচালক বলেন, বর্তমানে কৃষির উন্নয়নের জন্য আওয়ামীলীগ সরকার বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে। বাংলাদেশ এখন সবফসলেই এগিয়ে আছে। বরং অনেক উন্নত দেশের চেয়ে উৎপাদনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ়, এখন দরকার নিরাপদ খাদ্য উৎপাদনে আমাদেরকে বেশি মনোযোগি হওয়া। এসময় তাঁদের সাথে ছিলেন ডিএই’র অতিরিক্ত উপপরিচাক কৃষিবিদ বিভাষ চন্দ্র সাহা এবং ভেড়ামারার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.আব্দুল মজিদ ।