প্রকৌশলী গোলাম ইয়াজদানিকে মারধরের ঘটনায় চুয়েট শিক্ষক সমিতির নিন্দা ও প্রতিবাদ

139

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের পরিচালক প্রকৌশলী গোলাম ইয়াজদানিকে মারধরের ঘটনায় চুয়েট শিক্ষক সমিতির নিন্দা ও প্রতিবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন “ভিশন-২০৪১ বাস্তবায়নে দেশের প্রকৌশলীগণ সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কোভিড-১ মহামারিতে সহযোদ্ধা হিসেবে দিনরাত নিরলসভাবে কাজ করে দেশের উন্নয়নের ধারাকে সুরক্ষিত রেখেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, সরকারি দায়িত্ব¡ পালনকালে প্রকৌশলীরা নানাভাবে লাঞ্চিত হচ্ছেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের পরিচালক প্রকৌশলী গোলাম ইয়াজদানির উপর রবিবার (২৯-০১-২০১৩) আনুমানিক সময় বিকাল ৪টায় নগরের টাইগারপাসে সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে ২০-২৫ জন হামলা করেন। সিটি কর্পোরেশনের মেয়রের কাজ সচিব জনাব আবুল হাশেম এর তথ্য অনুযায়ী কয়েকজন ঠিকাদার প্রকল্প পরিচালকের কক্ষে এই হামলা চালান। হামলাকারীরা প্রকল্প পরিচালকের কক্ষে ঢুকে উপর্যুপরি কিলঘুষি মারতে থাকেন। অফিস সহকারী তাকে রক্ষা করতে গেলে তিনিও মারধরের শিকার হন। সরকারি দায়িত্ব পালনকালে সম্পূর্ণ বেআইনীভাবে প্রকৌশলী গোলাম ইয়াজদানিকে শারীরিকভাবে লাঞ্ছনা করা আইনগত দণ্ডনীয় অপরাধ। প্রকৌশলী গোলাম ইয়াজদানির সাথে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় সারাদেশের প্রকৌশলীদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এমতাবস্থায়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একইসাথে যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে যুক্ত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় এনে দ্রুত বিচারের ব্যবস্থা করার জন্য দাবি জানাচ্ছে।