প্রজননের পর গাভী গর্ভবতী হয়েছে কিনা তা বোঝার উপায়

374

 

আমাদের দেশে গবাদিপশু তথা গাভী পালন একটি লাভজনক পেশা। গাভী পালন করে এখন অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। গাভী পালনের ক্ষেত্রে গাভীর প্রজনন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু প্রজননের পর গাভী গর্ভবতী হয়েছে কিনা তা বোঝার উপায় আমরা অনেকেই জানি না। আসুন জেনে নেই প্রজননের পর গাভী গর্ভবতী হয়েছে কিনা তা বোঝার উপায় সম্পর্কে-

প্রজননের পর গাভী গর্ভবতী হয়েছে কিনা তা বোঝার উপায়:

গাভী গর্ভবতী হওয়ার সাধারণ কিছু লক্ষণ নিচে দেওয়া হল-

১। গাভীকে প্রজনন করার পর দুই দিনের মধ্যে স্বাভাবিক অবস্থায় চলে আসবে।

২। গাভী/বকনাকে প্রজননের পর উত্তেজনা কমে যাবে।

৩। প্রজননের ২১ দিনের মধ্যে গাভী/বকনা আর গরম হবে না।

৪। দুধের গাভী হলে আস্তে আস্তে দুধ কমতে থাকবে।

৫। একমাস বা দুইমাস পর থেকে মল কখনো কখনো হলুদ বর্ণের মতো হবে।

৬। গাভী/বকনার পেট ও ওলান আস্তে আস্তে বড় হতে থাকবে।

৭। চার হতে ছয় মাসের মধ্যে গাভীর পেটে বাচ্চা নড়াচড়া করবে।

৮। গাভী/বকনার স্বাস্থ্য উন্নতি হতে থাকবে।

৯। গাভী/বকনার শরীলে চর্বি জমবে এবং শরীর ভাড়ি হবে।

১০। গাভী/বকনার কোমড় নিচের দিকে ঝুলে যাবে।

১১। গাভীর চালচলন আস্তে আস্তে শান্ত প্রকৃতির হবে।