প্রতিটি গরুর জন্য দৈনিক খাদ্য বাবদ খরচের পরিমাণ

1936

আজকাল গরু পালন করে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। গরু পালন অত্যন্ত সহজ ও কম খরচ সম্পন্ন একটি পেশা। অল্প জায়গায় গরু পালন করা যায় বলে যাদের জমির পরিমাণ কম তারাও এই পেশায় আসতে পারে। গরু পালনে সবথেকে বেশি ব্যয় হয় গরুর প্রতিদিনের খাদ্য প্রদানে। অনেক নতুন খামারি আছেন যারা দৈনিক কি পরিমাণ ব্যয় হবে খাদ্য ব্যবস্থাপনায় সেই হিসাব না করেই গরু পালন শুরু করে দেয়। যারফলে কাঙ্ক্ষিত লাভ না করতে পেরে হতাশ হয়ে পড়ে। তাদের জন্যই মূলত আজকের এই পোস্টটি-

(ক) ইউ.এম.এস প্রতিদিন সর্বোচ্চ ১.৫ কেজি X৫.৫০ (প্রতি কেজি)= ৮.২৫

ইউরিয়া মোলাসেস ব্লক প্রতিদিন সর্বোচ্চ ৩০০ গ্রাম X ১৩.৩৮ কেজি = ৪.০০

অতিরিক্ত শুকনা পল/খড় সর্বোচ্চ২.০০কেজিী১.২৫(প্রতি কেজির মূল্য) = ২.৫০

কাঁচা ঘাস সর্বোচ্চ ৫.০ কেজি X১.০০ (প্রতি কেজির মূল্য) = ৫.০০

মিশ্রিত দানাদার খাবার সর্বোচ্চ ২.০কেজিী১৬.৩২(প্রতি কেজির মূল্য) =৩২.৬৪

প্রতিদিন প্রতিটি গরুর জন্য খাদ্য বাবদ মোট খরচ =৫২.৩৯

(খ) প্রতিটি গরুর জন্য ১৮০ দিনে খাদ্য বাবদ খরচ ৫২.৩৯ X ১৮০= ৯৪২০.২০

অন্যান্য খরচ
প্রাথমিকভাবে কৃমি সহ অন্যান্য পরজীবি মুক্তকরণ খরচ প্রতিটি= ১০০.০০
৩য় মাসে ২য় মাত্রা কৃমিনাশক প্রয়োগ = ১০০.০০
৬ষ্ঠ মাসে ৩য় মাত্রা কৃমিনাশক প্রয়োগ = ১০০.০০
প্রতিটি গরুকে ৪ পদের রোগ প্রতিষেধক টিকা প্রদান
ক্ষুরা রোগের টিকা মোট ২ মাত্রা (প্রতিমাত্রা ৬.০০) = ১২.০০
তড়কা রোগের টিকা ১ মাত্রা (প্রতি মাত্রার মূল্য ০.৩০) = ০.৩০
গলাফুলা বা এইচ.এস টিকা ১ মাত্রা (প্রতি মাত্রার মূল্য ০.৫০ )= ০.৫০
বাদলা বা ব্লাক কোয়াটার টিকা ১ মাত্রা (প্রতি মাত্রার মূল্য ১.১০)=১.১০
প্যরাভেট বা টিকা প্রদানকারীর ২বারের পারিশ্র্মিক = ৪০.০০
বিশেষ ধরণের ভিটামিন ইনজেকশন ৩ মাত্রা (প্রতিটি ১০০.০০)=৩০০.০০
বিশেষ ধরণের ক্যালসিয়াম ইনজেকশ ৩মাত্রা( প্রতিটি১০০.০০) = ৩০০.০০
২য় মাসে (০৪ এবং ০৫এর ভিটামিন/ক্যালসিয়াম পূনঃ প্রয়োগ= ৩০০.০০
অপ্রত্যাশিত চিকিৎসা বাবদ খরচ প্রতিটি গরুর জন্য = ২০০.০০
কনসালটেন্সী খরচ (গরু প্রতি) = ৫০০.০০
গরু প্রতি রাখাল খরচ(৬মাস পর্যন্ত, প্রতিমাসে ২জন ৪০০০)= ১২০০.০০
গরু প্রতি মোট ১৮০ দিনে খরচ =১২,৫৭৪.১০

ফার্মসএন্ডফার্মার/০৯মে২০