প্রথমবারের মত অনলাইনে এনওসি প্রদানের কার্যক্রম শুরু হচ্ছে আগামী মঙ্গলবার

590

প্রথমবারের মত দীর্ঘদিন আটকে থাকা অনাপত্তিনামা (এনওসি) অনলাইনের মাধ্যমে প্রদানের কার্যক্রম শুরু করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। বুধবার (এনওসি) প্রাণিসম্পদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রাণিসম্পদ-২) কাজী ওয়াছি উদ্দিন জানিয়েছেন, পঞ্চম দফায় ১০ দিন সাধারণ ছুটির কারণে চলতি মাসের ২৮ তারিখ থেকে অনলাইনে আমদানি চাহিদার বিপরীতে অনাপত্তিনামাগুলো পাঠিয়ে দেয়া শুরু করা হবে।

এসময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আবদুল জব্বার শিকদার, পরিচালক (প্রশাসন) ডাঃ শেখ আজিজুর রহমান, উপ-পরিচালক প্রশাসন ডাঃ এ কে এম আতাউর রহমান, প্রমুখ।

এ সম্পর্কে প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারি পরিচালক (প্রাণিস্বাস্থ্য ও প্রশাসন) ডাঃ আবু সুফিয়ান এবং সহকারি পরিচালক (খামার) ড. এ বি এম খালেদুজ্জামান জানান, মোট ৬২৬ টি আবেদন জমা পড়েছে। প্রয়োজনীয় ফরম্যালিটিজ সম্পন্ন করে যথা দ্রুত সম্ভব এনওসিগুলো প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।

প্রসঙ্গত, উল্লেখ্য বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) সহ পোল্ট্রি সংশ্লিষ্ট অপরাপর সংগঠনের আবেদনের প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তর অনলাইনে এনওসি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে পোল্ট্রি, ডেইরি, ও প্রাণিসম্পদ খাতে প্রয়োজনীয় কাঁচামালের আমদানি প্রক্রিয়া সচল হবে এবং সাপ্লাইচেইনে গতি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

ফার্মসএন্ডফার্মার/২২এপ্রিল২০