প্রথমে যে কারণে খামার করবেন ছোট পরিসরে

330

খামার করবেন ছোট পরিসরে! আর আপনার পরিচালনার উপর নির্ভর করবে আপনার সফলতা খামার করা যত টা কষ্ট তার চেয়ে কয়েক গুন বেশি কষ্ট তা সুন্দর ভাবে পরিচালনা করা। অতএব খামার করতে হলে যে কাজ গুলো করবেন তা আমার ছোট অভিক্ততা থেকে তুলে ধরলাম
মানা না মানা আপনার ব্যক্তিগত বিষয়

১।খামার সব সময় পাক পবিত্র রাখার চেস্টা করবেন। নাপাক শরীলে কেউ খামারে ঢুকবেন না এবং গরুর শরীলে স্পশ’ করবেন না,,,,তাতে উপকারই হবে।

২। খামারে অপরিচিত কেউ প্রবেশ করার আগে জীবাণু নাশক স্পে ব্যবহার করুণ।
৩।খামারের জন্য আলাদা জুতা ব্যবহার।

৪।নিয়মিত খামার পরিস্কার করুন ও গরুর শরীল পরিস্কার রাখুন।
৫।গরুর খাদ্যর বাসন/পাএ নিয়মিত পরিস্কার করুন, ১ম দিনের খাদ্য থাকলে পঁচা গন্ধ হলে পরদিন তা গরুকে দিবেন না।
৬। নিয়ম মতো গরুকে ভ্যাকসিনের কাজ সম্পূর্ণ করবেন, আজ নয় কাল দিবো এটা করবেন না।
৭।প্রতি ৩মাস পরপর গরুকে সঠিক ডোজ অনুযায়ী কৃমি নাশক ব্যবহার করবেন।

মনে রাখবেন, কৃমির ডোজ পরিমাণ মতো না দিলে আপনার গরু কোন সময়ই কৃমিমুক্ত হবে না।
৮।কৃমি মুক্ত করার পর প্রয়োজন অনুসারে লিভার টনিক, জিংক,ভিটামিন, ক্যালসিয়াম ইত্যাদি ব্যবহার করবেন।
৯।গরুর যে কোন অসুখ হলে অবহেলা না করে তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করবেন।

১০। খামারের গরুর যে কোন সমস্যায় প্রাণীসম্পদ হাসপাতালে অথবা প্রাণী চিকিৎসক এর সাথে যোগাযোগ করবেন।
কাঁচা ঘাস ও দানদার খাদ্য নিয়মিত খাওয়াবেন পরিমাণমতো।

ফার্মসএন্ডফার্মার/ ০২ অক্টোবর ২০২১