প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ-কে সিভাসু’র উপাচার্যের শুভেচ্ছা ও অভিনন্দন

২য় মেয়াদে ইউজিসি’র চেয়ারম্যান হওয়ায়

189

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ’র সাথে শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। আজ রবিবার দুপুরে ইউজিসি’র চেয়ারম্যানের দপ্তরে গিয়ে তিনি প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শুভেচ্ছা বিনিময়কালে উপাচার্য ইউজিসি’র চেয়ারম্যানের স্বাস্থ্যের খোঁজখবর নেন। এসময় তিনি চেয়ারম্যানকে সিভাসু’র বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন এবং বিশ^বিদ্যালয় পরিচালনায় ইউজিসি’র সার্বিক সহযোগিতা কামনা করেন।