প্রভিটা গ্রুপে সহকারী মহাব্যবস্থাপক পদে সাইফুল আলম

1362

saiful-alam

বাংলাদেশে দ্রুত বিস্তার লাভ করা শিল্পের মধ্যে পোল্ট্রি প্রধান। এই শিল্পে অতি পরিচিত নাম প্রভিটা গ্রুপ।

এই কোম্পানির ‘প্রভিটা ফিডস লিমিটেড’ এবং ‘প্রভিটা পোল্ট্রি ফিড লিমিটেড’ নামক দুটো ফিডমিলের সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন সাইফুল ইসলাম।

পহেলা আগস্ট থেকে তার এ নিয়োগ কার্যকর হয়েছে।

এর আগে তিনি পিয়ারসন্স এগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক, হাসান গ্রুপের (লায়ন ফিডস লিমিটেড ও ম্যাক হ্যাচারি লিমিটেড) হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স, কোম্পানি সেক্রেটারি ও মুখ্য প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়া কাজ করেছেন এস জি এস ফিডস লিমিটেডে।

২০১০ সালে তিনি পোলট্রি শিল্পের সম্পৃক্ত হন। এর আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এবং এনসিসি ব্যাংকে ব্যাংকার হিসেবে কাজ করেছেন।

সাইফুল ইসলাম তার নতুন কর্মস্থলে সফলতার সঙ্গে কাজ করার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম