প্রভেট রিসোর্সেস লি. উদ্যেগে মৎস্য ল্যাব ও রোগ নিরূপন ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

405

প্রশিক্ষণ কর্মশালা-১

প্রভেট রিসোর্সেস লিমিটেড’র উদ্যেগে ভ্রাম্যমান মৎস্য ল্যাব ও মৎস্য রোগ নিরূপন ব্যবস্থাপনার উপর তিন দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালাটি প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য উপস্থাপন করেন- আমেরিকার ফিব্রো অ্যাকোয়া হেলথ ম্যানেজমেন্ট স্পেসিয়ালিস্ট এন্ড ল্যাব এক্সপার্ট, ড. অ্যালেন হ্যারেজ এবং ফিব্রো অ্যাকোয়া এশিয়া প্যাসেফিক টেকনিক্যাল ম্যানেজার, জুও স্যান্ডোস।

প্রধান আলোচ্য বিষয়বস্তু ছিলো:

 ফিল্ড ট্রিপ ও ফিল্ড ডায়াগনোসিস এর পরিকল্পনা।
 ল্যাবরেটরীতে যন্ত্রপাতির ব্যবহার।
 ব্যকটেরিয়াল ভাইরাল ও প্যারাসাইটিক ডিজিস নির্ণয়ের ল্যবরেটরী টেকনিক।
 মাছের রোগ নির্ণয়ে মাটি ও পানির গুণাগুন পরীক্ষা পদ্ধতি।
 চঈজ এর মাধ্যমে মাছের বিভিন্ন রোগ নির্ণয় পদ্ধতি।
 রোগ নির্ণয়ে রিপোর্ট ও ফলাফল প্রকাশের পদ্ধতি।

নারিশ ০৪ জন,কোয়ালিটি০৪ জন, আফতাব ০৫ জন, আর.আর.পি. ০২ জন, সিপি ০১ জন, আগাতা ০১ জন, প্রভিটা ০১ জনসহ সর্বমোট ১৮ জন প্রতিনিধি এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালা--২

ফিব্রো অ্যাকোয়া বাংলাদেশের কি অ্যাকাউন্ট ম্যানেজার, মো. জিল্লুর রহমানের সার্বিক সহযোগীতায় এই কর্মশালাটির সভাপতিত্ব করেন প্রভেট রিসোর্সেস লিমিটেড এর পরিচালক (অপারেশন) ডা. শামীম আহমেদ।

পোলট্রি স্বাস্থ্য ও পুষ্টি পণ্য আমদানী ও সরবরাহকারী প্রতিষ্ঠান হিসাবে প্রভেট রিসোর্সেস লিমিটেড দীর্ঘদিন যাবত সততার সাথে এ দেশে ব্যবসা করে চলেছে।

ফামর্সএন্ডফার্মার২৪/জাকির