প্রাকৃতিক উপায়ে গরুর চামড়ার ঘাঁ বা ক্ষত নিরাময় করবেন যেভাবে

500

timthumb

গরুর চামড়ার ঘাঁ বা ক্ষত প্রাকৃতিক উপায়ে নিরাময়ের কৌশল আমাদের অনেকেরই জানা নেই। আমাদের দেশে গবাদিপশু তথা গরু পালন একটি লাভজনক পেশা। গরু পালন করে অনেকেই তাদের দারিদ্রতা দূর করে স্বাবলম্বী হচ্ছেন।

গরু পালন করে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এসব সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে গরুর চামড়ায় ঘাঁ বা ক্ষত রোগ। আসুন জেনে নেই গরুর চামড়ার ঘাঁ বা ক্ষত প্রাকৃতিক উপায়ে নিরাময়ের কৌশল সম্পর্কে-

গরুর চামড়ার ঘাঁ বা ক্ষত প্রাকৃতিক উপায়ে নিরাময়ের কৌশলঃ
উপকরণঃ

১। দুর্বা ঘাস এর পাতা ২০ গ্রাম।

২। তুলসী পাতা ২০ গ্রাম।

৩। কর্পুর ৫ গ্রাম।

৪। ফিটকিরী ৫ গ্রাম।

প্রস্তুত প্রণালীঃ

উপরোক্ত উপকরণগুলি একসাথে বেঁটে একটা পেস্ট এর মত বানিয়ে ফেলতে হবে। এবার পেস্টগুলোকে একটি পাত্রে সংরক্ষণ করতে হবে। এখান থেকে আক্রান্ত স্থানে দিনে ২ থেকে ৩ বার করে ৩ থেকে ৫ দিন লাগালেই গরুর চামড়ার ঘাঁ বা ক্ষত উপশম হবে।

ফার্মসএন্ডফার্মার/২৭জানু২০২০