প্রাকৃতিক দাওয়া কেশরাজ এর নানা গুণ

1956

90980004_1407265839446387_474892674197880832_n
প্রাকৃতিক দাওয়া কেশরাজ এর নানা গুণ।

কেশরাজ একটি প্রচলিত ভেষজ উদ্ভিদ। এই উদ্ভিদটির রয়েছে বিস্ময়কর কিছু উপকারিতা যা মানবদেহের জন্য দারুণ কার্যকরী।

উপকারিতা
১.কৃমি প্রতিরোধে কেশরাজ একটি কার্যকরী ভূমিকা পালন করে থাকে। কেশরাজ এর পাতা গরম পানিতে দিয়ে নির্যাস বের করে মায়োকার্ডিয়াল ডিপ্রেস্যান্ট ও হাইপোটেনসিভ এবং কয়েকটি পাতা বেটে খেলে কৃমি ভাল হয়।

২. কেশরাজ কাশির প্রকোপ কমাতে সাহায্য করে। যাদের কাশির সমস্যাআছে তারা কেশরাজের কয়েকটি পাতা বেটে খেলে কাশি উপশম হয়।

৩. পাতা, ফুল ও ফলসহ বেটে রস তৈরী করে নিয়মিত কিছুদিন মাথায় দিলে , চুল পড়া বন্ধ হবে, চুল লম্বা ও কালো হবে। প্রতিদিন রস সংগ্রহ করা না গেলে এক কাপ রস তৈরী করে ২৫০ মিলিলিটার তিল তেল বা নারকেল তেল মিশিয়ে ব্যবহার করলেও উপকার পাওয়া যাবে।

৪. শরীরের কেটে যাওয়া স্থানে কেশরাজের পাতা বেটে পেস্ট বানিয়ে লাগালে সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে কাটা স্থানের ক্ষত শুকিয়ে যায়।

৫. যাদের মাথা অল্পতেই গরম হয়ে যায় তাদের জন্য কেশরাজ হতে পারে অনন্য সমাধান। কেশরাজের পাতা বেটে মাথায় প্রলেপ লাগিয়ে কিছুক্ষণ রাখলে মাথা ঠাণ্ডা রাখে।

ফার্মসএন্ডফার্মার/২৭মার্চ২০